Advertisement
Advertisement
Shan Masood

৪৪৩ দিন টেস্টে জয়হীন পাকিস্তান, নেতৃত্ব হারানোর মুখে অধিনায়ক শান মাসুদ!

শান মাসুদের নেতৃত্বে ৬টি টেস্টের ৬টিতেই হেরেছে পাকিস্তান।

Report says Shan Masood set to be sacked as Pakistan test captain after England series

শান মাসুদ। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:October 11, 2024 4:54 pm
  • Updated:October 11, 2024 4:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে প্রথমে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ। এবার ইংল্যান্ডের কাছে লজ্জার হার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সবার নীচে রয়েছে পাকিস্তান। প্রবল সমালোচিত পাকিস্তানের অধিনায়ক শান মাসুদের পরিকল্পনা। অবস্থা যেদিকে এগোচ্ছে, তাতে টেস্ট দলের নেতৃত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে বলেই খবর।

ইংল্যান্ডের বিরুদ্ধে কার্যত আত্মসমর্পণ পাকিস্তানের। অথচ প্রথমে ব্যাট করতে নেমে ৫৫৬ রান তোলে তারা। সেঞ্চুরি করেন অধিনায়ক শান মাসুদ, আবদুল্লা শফিক এবং আগা সলমন। কিন্তু তার পর মাত্র দেড় দিন ব্যাট করেই স্কোরবোর্ডে ৮২৩ রানের পাহাড় গড়ে। আগ্রাসী মেজাজে ব্যাটিং করে ট্রিপল সেঞ্চুরি হাঁকান অলি পোপ। ২৬২ রান করেন রুট। যার জবাবে পাকিস্তানের ইনিংস থেমে যায় মাত্র ২২০ রানে। মুলতান টেস্টে এক ইনিংস এবং ৪৭ রানে জিতল ইংল্যান্ড।

Advertisement

জানা যাচ্ছে, পাকিস্তানের টেস্ট নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে শান মাসুদকে। তবে সেটা এখনই নয়। বাকি দুটি টেস্টের ফলাফল দেখার পর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেই জায়গায় আসতে পারেন সউদ শাকিল, মহম্মদ রিজওয়ান, সলমন আলি আঘার মধ্যে একজন। উল্লেখ্য, সপ্তাহ খানেক আগেই সাদা বলের নেতৃত্ব ছেড়েছেন বাবর আজম।

ম্যাচ হারার পর বোলারদের প্রবল সমালোচনা করেছিলেন শান মাসুদ। তাঁর বক্তব্য, “বোলাররা যদি ২০টা উইকেট না তুলতে পারে, তাহলে ম্যাচ জেতা সম্ভব নয়। সেই পথটা আমাদের খুঁজে বের করতে হবে। আমি বলব না, আমাদের দল মানসিকভাবে দুর্বল। কিন্তু ভেবেছিলাম, তৃতীয় দিনেই পিচ ভাঙতে শুরু করবে।” তবে তিনি যাই বলুন না কেন, আজ পর্যন্ত শান মাসুদের অধিনায়কত্বে কোনও ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। ৬টি টেস্টের ৬টিই হেরেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় সবার শেষে তারা। আরও লজ্জার বিষয়, পাকিস্তান শেষ টেস্ট জিতেছে ২০২৩ সালের জুলাইয়ে। অর্থাৎ, তাদের শেষ জয় এসেছিল ৪৪৩ দিন আগে। এই সময় নেতৃত্ব দিয়েছেন শান মাসুদই। আর ঘরের মাঠে শেষ জয় এসেছে ২০২১ সালে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement