সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। যে সিরিজের আগের নাম ছিল পতৌদি ট্রফি। বর্তমানে এই সিরিজের নাম তেণ্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি। নামবদল নিয়ে কম বিতর্ক হয়নি। পতৌদির ঐতিহ্য মুছে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগও উঠেছে। সেই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে আসরে খোদ শচীন তেণ্ডুলকর। অর্থাৎ যাঁর নামে ট্রফির নতুন নামকরণ হয়েছে।
একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে, নাম মুছে গেলেও ইফতিকার আলি খান পতৌদির স্মৃতি যেন থাকে, সেই চেষ্টা চলছে। ম্যাচের শেষে যে পুরস্কারগুলি দেওয়া হয়, সেগুলির মধ্যে একটি ট্রফির নাম পতৌদির নামে করা হতে পারে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডেরও তাতে রাজি হওয়ার সম্ভাবনা। আর এই মতবদলের মূল কারণ শচীন তেণ্ডুলকর। জানা যাচ্ছে, তিনি ইংল্যান্ড বোর্ডকে অনুরোধ করেছেন, পতৌদির ঐতিহ্য বজায় রাখতে। পরে বিসিসিআইয়ের সঙ্গে শচীন এই বিষয়ে কথা বলেন। তারপর বিষয়টিতে হস্তক্ষেপ করেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। দ্বিপাক্ষিক সিরিজে পতৌদির ঐতিহ্য বজায় রাখতে চেষ্টা করছেন তিনি।
ভারতীয় বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “পতৌদি ট্রফির নাম বদলানোটা সম্পূর্ণ ইংল্যান্ড বোর্ডের সদস্য। এতে আমাদের কিছু বলার ছিল না। আমাদের কোনও ভুমিকাও ছিল না। আমরা ইসিবিকে অনুরোধ করেছি ম্যাচের পরে যে পুরস্কারগুলি দেওয়া হয়, সেগুলির মধ্যে অন্তত একটি পতৌদির নামে করতে। ইংল্যান্ড বোর্ড আশ্বাসও দিয়েছে।” ভারত ও ইংল্যান্ডের মধ্যেকার প্রথম টেস্ট ম্যাচের ৭৫তম বার্ষিকী উপলক্ষে ২০০৭ সালে এই ট্রফি প্রথমবার দেওয়া হয়। সে বছর ইংল্যান্ডে গিয়ে পতৌদি ট্রফি জিতেছিল ভারত।
শনিবার লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চতুর্থ দিন উন্মোচন হওয়ার কথা ছিল। কিন্তু আহমেদাবাদে বিমান দুর্ঘটনার শোকের আবহে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং বিসিসিআই যৌথভাবে অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, একমাত্র খেলোয়াড় হিসেবে ইংল্যান্ড ও ভারত–দুই দলের হয়ে খেলেছেন ইফতিফার আলি খান পতৌদি। তাঁর ছেলে মনসুর আলি খান পতৌদি দীর্ঘ সময় ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.