Advertisement
Advertisement
Rohit Sharma

রোহিতের ‘উত্তরসূরি’ পেয়ে গেল ভারতীয় দল! শুভমান নন, হিটম্যানের আসনে বসছেন কে?

তারকার সাফ কথা, "রোহিত ভাইয়ের জায়গা আমি কোনও দিন নিতে পারব না।"

Seat of Rohit Sharma in Indian team bus is given to someone else

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:June 16, 2025 1:38 pm
  • Updated:June 16, 2025 1:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটভক্তদের চোখে জল এনে টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তাঁকে ছাড়াই সাদা জার্সির ক্রিকেটে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ভারতীয় দল। হিটম্যানের পর নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে শুভমান গিলের হাতে। ওপেনার হিসাবে রোহিতের পরিবর্তে কে এল রাহুলকে দেখা যেতে পারে। এবার বাসের সিটেও রোহিতের পরিবর্ত পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। টিম বাসে রোহিতের আসন এখন চলে গিয়েছে অন্য কারোও দখলে।

Advertisement

মে মাসে আচমকাই টেস্ট কেরিয়ারকে বিদায় জানান ভারতীয় অধিনায়ক। দীর্ঘ জল্পনার পর রোহিতের উত্তরসূরি হিসাবে বেছে নেওয়া হল গিলকে। তবে তরুণ ব্যাটার আদৌ নেতা হিসাবে সফল হবেন কিনা, সেই নিয়ে প্রশ্ন রয়েছে বিশ্লেষক মহলে। এছাড়াও রোহিত চলে যাওয়ার পরে ফাঁকা হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার ওপেনিং স্লটও। সেখানেও রাহুলের প্রতি আস্থা রাখতে পারছে না ক্রিকেট বিশ্লেষকদের একাংশ।

কিন্তু ভারতীয় দলের টিম বাস রোহিতের যোগ্য উত্তরসূরি পেয়ে গিয়েছে! জানা গিয়েছে, রোহিতের আসনে এখন বসছেন কুলদীপ যাদব। এতদিন টিম বাসে রবীন্দ্র জাদেজা এবং রোহিত পাশাপাশি বসতেন। এখন ‘স্পিন টুইন’ জাড্ডুর পাশে বসছেন কুলদীপ। এই নিয়ে তৃতীয়বার ইংল্যান্ড সফরে গিয়েছেন জাদেজা। তাঁর বিপুল অভিজ্ঞতা থেকে শিখতে চাইছেন কুলদীপ। তিনিই জানান, ‘স্যর’ জাদেজার পাশের আসনটি নিয়ে ফেলেছেন। তবে তারকা স্পিনারর সাফ কথা, “রোহিত ভাইয়ের জায়গা আমি কোনও দিন নিতে পারব না।”

ইংল্যান্ডে মাত্র একটি টেস্ট খেলেছেন কুলদীপ, ২০১৮ সালে। একটাও উইকেট পাননি সেই টেস্টে। তবে এবার সেই ব্যর্থতা ঘোচাতে মরিয়া চায়নাম্যান বোলার। তাই জাদেজার থেকে পরামর্শ নিতে চান তিনি। সেকারণেই মাঠে এবং মাঠের বাইরে জাড্ডুর সঙ্গে প্রচুর সময় কাটাচ্ছেন যেন ইংল্যান্ডের পরিবেশে বল করার টিপস পান। কুলদীপের কথায়, রোহিত-বিরাট-অশ্বিনের অভাব ঢাকার জন্য মুখিয়ে রয়েছে ভারতের তরুণ ব্রিগেড। নেতা শুভমানেও আস্থা রাখছেন কুলদীপ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement