Advertisement
Advertisement
Shakib Al Hasan

ফের বিতর্কে শাকিব, শেয়ার বাজারে কারচুপির দায়ে বিরাট অঙ্কের জরিমানা

শাকিব-সহ মোট ১৩ জনকে দেওয়া হয়েছে আর্থিক জরিমানার সাজা।

Shakib in controversy again, fined a huge amount for stock market manipulation

ফাইল ছবি।

Published by: Prasenjit Dutta
  • Posted:May 15, 2025 2:35 pm
  • Updated:May 15, 2025 2:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কে শাকিব আল হাসান। এবার তাঁর বিরুদ্ধে শেয়ার বাজারে কারচুপি করার অভিযোগ। এর ফলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাঁকে বাংলাদেশি মুদ্রায় ২.২৬ কোটি টাকা জরিমানা করেছে।

বিএসইসি’র এপ্রিল মাসের এনফোর্সমেন্ট অ্যাকশন রিপোর্টে বলা হয়েছে, শাকিব-সহ সব মিলিয়ে ১৩ জনকে মোট ২৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে। সোনালি পেপার শেয়ারের দাম দুই দফায় কারসাজির কারণে এই জরিমানার সাজা।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর এবং ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল কারসাজির সময়কাল। এই সময়ের মধ্যে সোনালি পেপার শেয়ারের দাম ১২৬ শতাংশ থেকে বেড়ে বাংলাদেশি মুদ্রায় ৯৫৭.৭০ টাকায় উঠে যায়। অভিযোগ, শাকিব-সহ ১৩ জন বাংলাদেশি মুদ্রায় ৩৩.৬৩ কোটি টাকা রিয়েলাইজড মুনাফা অর্জন করেছে। এখানেই শেষ নয়। অতিরিক্ত ৫৫ কোটি টাকা আন-রিয়ালাইজড মুনাফা করেছে।

বিএসইসি’র তদন্তের পর জানা গিয়েছে, অনেকে মিলেই সিকিউরিটিস আইন লঙ্ঘন করে শেয়ারমূল্য কৃত্রিমভাবে বাড়াতে সিন্ডিকেট পর্যন্ত গঠন করেছিল। এই ঘটনার পর কমিশনকে জমা দেওয়া এক লিখিত বিবৃতিতে সাকিব আল হাসানের পক্ষে আবুল খায়ের হিরু বলেন, “অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত। পুরো বিষয়টিই না জেনে ঘটেছে। ভবিষ্যতে শেয়ার লেনদেনের ক্ষেত্রে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement