Advertisement
Advertisement

Breaking News

ICC

বুমরাহদের হাতে উঠছে নয়া অস্ত্র! ওয়াইড বলের নিয়মে বড় বদলের ইঙ্গিত আইসিসির

কী বদল আসতে পারে?

Shaun Pollock says ICC working on making changes to wide ball rule

বুমরাহ।

Published by: Arpan Das
  • Posted:January 11, 2025 11:56 pm
  • Updated:January 11, 2025 11:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট ক্রমাগত ব্যাটারদের খেলা হয়ে উঠছে। বোলারদের জন্য আর কিছুই নেই। এরকম অভিযোগ প্রায়ই ওঠে। এবার বোলারদের হাতে নতুন অস্ত্র তুলে দিতে তৈরি আইসিসি। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার কমিটিতে যুক্ত প্রাক্তন পেসার শন পোলক জানালেন, ওয়াইড বলের নিয়ম পরিবর্তন করার কথা ভাবা হচ্ছে।

সাদা বলের ক্রিকেটে দেখা যায়, বোলাররা চেষ্টা করেন ব্যাটারের পা লক্ষ্য করে বল করার। সেই সুযোগে ব্যাটাররা জায়গা বদল করে ওয়াইড আদায় করে নেয়। সেটাতেই প্রবল আপত্তি পোলকের। তাই তাঁর বক্তব্য, “আমি এই বিষয়টা নিয়ে কাজ করছি। আমরা চাই ওয়াইড বলের ক্ষেত্রে বোলার আরও স্বাধীনতা পাক। আমার মতে, ওয়াইড বলের জন্য ওদের কাছে নিয়ম বড্ড কড়া।”

Advertisement

কী বদলের কথা ভাবছে আইসিসি? দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার বলছেন, “যদি কোনও ব্যাটার শেষ মুহূর্তে লাফ দিয়ে স্থান বদল করে, সেটা আমি গ্রহণযোগ্য বলে মনে করি না। বোলার রান আপ শুরু করার আগেই জানা উচিত, কোথায় সে বল করবে। একজন বোলার কীভাবে শেষ মুহূর্তে রান আপ বদল করবে? আর কেনই বা করবে? তাঁর পরিষ্কার ধারণা থাকা উচিত সে কোথায় বল করতে চলেছে।”

এই বিষয়টি নিয়ে প্রাথমিক স্তরে কথাবার্তা চলছে সেটাও জানান প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার। তিনি জানান, “এখনও আমাদের মধ্যে এই নিয়ে আলোচনা চলছে। আমরা চাই, বোলাররা কোনও অস্ত্র খুঁজে পাক।” আর যদি আইসিসি-র নতুন নিয়ম চালু হয়, তাহলে বুমরাহদের হাতে নতুন অস্ত্র উঠতে চলেছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement