Advertisement
Advertisement

Breaking News

IPL

আরসিবি জয়ের সেলিব্রেশনের ভিডিও পোস্ট করতেই বিপাকে! মালিয়াপুত্রের নিশানায় বিসিসিআই

এখন লোকচক্ষুর আড়ালেই থাকেন 'ঋণখেলাপি'র পুত্র সিদ্ধার্থ মালিয়া।

Siddharth Mallya slam BCCI, IPL after his celebration video deleted
Published by: Anwesha Adhikary
  • Posted:June 10, 2025 12:53 pm
  • Updated:June 10, 2025 12:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময়ে নিয়মিত গ্যালারি থেকে গলা ফাটাতেন আরসিবির হয়ে। এখন লোকচক্ষুর আড়ালেই থাকেন ‘ঋণখেলাপি’র পুত্র সিদ্ধার্থ মালিয়া। কিন্তু ১৮ বছরের খরা কাটিয়ে বিরাট কোহলিরা যখন আইপিএল জিতেছেন, তখন আর নিজের আনন্দ ধরে রাখতে পারেননি সিদ্ধার্থ। তবে উচ্ছ্বসিত হয়ে ইনস্টাগ্রামে যে পোস্ট করেছিলেন, সেটা নাকি আইপিএলের তরফে ডিলিট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পরে নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে জয় উদযাপনের বার্তা দিয়েছিলেন সিদ্ধার্থ। কিন্তু সেই ভিডিও পরে ডিলিট করে দেওয়া হয় ইনস্টাগ্রাম থেকে। সেটা বুঝতে পেরেই ক্ষোভ উগরে দিয়েছেন বিজয় মালিয়ার পুত্র। নতুন করে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, “ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে। খোঁজখবর নিয়ে জানতে পারলাম আমার বিরুদ্ধে স্বত্বের নিয়মভঙ্গের অভিযোগ এনেছে আইপিএল কর্তৃপক্ষ।”

কিন্তু সিদ্ধার্থ দাবি করেছেন, এক মিনিটেরও কম দৈর্ঘ্যের ওই ভিডিওতে কেবল তাঁকেই দেখা গিয়েছে। তা সত্ত্বেও ভক্তদের সঙ্গে মিলে আরসিবির জয় সেলিব্রেট করার অধিকার তাঁর থেকে কেড়ে নেওয়া হয়েছে। গোটা ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলেই দাবি করেছেন সিদ্ধার্থ। তাঁর মতে, কোনও প্রমোশন করতে তিনি ভিডিও পোস্ট করেননি। কেবল ব্যক্তিগত আবেগ প্রকাশ করতেই ওই ভিডিও শেয়ার করেছিলেন সোশাল মিডিয়ায়। তাই নাম না করে আইপিএল এবং বিসিসিআই কর্তৃপক্ষকেই তোপ দেগেছেন সিদ্ধার্থ।

উল্লেখ্য, পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএল জিতেছে আরসিবি। তারপরেই দলের প্রাক্তন মালিক বিজয় মালিয়াও পোস্ট করেন এক্স হ্যান্ডেলে। আবেগঘন বার্তায় তিনি বলেন, ‘যখন আরসিবি তৈরি করেছিলাম তখন আমার স্বপ্ন ছিল, আইপিএল ট্রফি বেঙ্গালুরুতে আসুক। অবশেষে আইপিএল এল বেঙ্গালুরুতে। আমার এতদিনের স্বপ্ন সফল করার জন্য সকলকে অনেক ধন্যবাদ।’ তবে এই পোস্ট করার পরে মালিয়াকে কটাক্ষ করতে ভোলেননি নেটিজেনরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement