সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা টুপির দাম কিনা ২ কোটি ৬৩ লক্ষ টাকা! অবশ্য এটা কোনও সাধারণ টুপি নয়। স্যর ডন ব্র্যাডম্যানের ঐতিহাসিক ‘ব্যাগি গ্রিন ক্যাপ’। নিলামে সেই টুপিটিই বিক্রি হল কোটি টাকা দামে।
স্যর ডন ব্র্যাডম্যান। বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরাদের তালিকায় প্রথমেই উচ্চারিত হয় তাঁর নাম। সেই ব্র্যাডম্যানের স্মৃতি বিজড়িত কোনও সামগ্রী, বিশেষত সেটা যদি হয় ঐতিহ্যবাহী ব্যাগি গ্রিন ক্যাপ তাহলে কোন ক্রিকেটপ্রেমীই বা তা হাতছাড়া করতে চাইবেন! সেটা অজি ক্রিকেটপ্রেমীরাও করতে চাননি। সেকারণেই সম্ভবত ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন নিলামে বিক্রি হল ২ কোটি ৬৩ লক্ষ টাকায়।
মঙ্গলবার সিডনির বনহামস হাউসে ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে তোলা হয়েছিল। ওই ক্যাপটি ১৯৪৭-৪৮ সালে নিজের শেষ টেস্ট সিরিজে ভারতের বিরুদ্ধে পরেছিলেন ব্র্যাডম্যান। ওই সিরিজে ৬ ইনিংসে তিনি করেন ৭১৫ রান। এর মধ্যে ছিল তিনটি শতরান এবং একটি ডাবল সেঞ্চুরিও। ওই সিরিজটিই ঘরের মাঠে ব্র্যাডম্যানের শেষ সিরিজ। তাছাড়া সেটাই ছিল স্বাধীন ভারতের প্রথম অস্ট্রেলিয়া সফর। ফলে পুরো সিরিজটি ঐতিহাসিক হয়ে রয়েছে। ঘটনাচক্রে ওই সিরিজে ব্যবহৃত এই ব্যাগি গ্রিন টুপিটি ছাড়া আর কোনও টুপির সন্ধান এখন আর পাওয়া যায় না।
এর আগে ২০২০ সালেও ব্র্যাডম্যানের অভিষেক সিরিজের ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে উঠেছিল। সেটাও বর্তমান মূল্যে ২ কোটি টাকার বেশি দামে বিক্রি হয়। শেন ওয়ার্নের ব্যাগি গ্রিন ক্যাপও নিলামে উঠেছিল ২০২০ সালে। কিংবদন্তি অজি স্পিনারের টুপি সাড়ে ছয় লক্ষ ডলারে বিক্রি হয়েছিল। অস্ট্রেলিয়ার ক্রিকেট ঐতিহ্যের সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে আছে ব্যাগি গ্রিন ক্যাপ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.