সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মৃতি মন্ধানা। ভারতীয় মহিলা ক্রিকেটের ‘পোস্টার গার্ল’। এই মুহূর্তে কেরিয়ারের অন্যতম সেরা ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন স্মৃতি। যার স্বীকৃতিও মিলল। আইসিসির ওয়ানডে ক্রমতালিকায় ফের শীর্ষস্থান দখল করলেন টিম ইন্ডিয়ার বাঁহাতি ওপেনার।
মঙ্গলবার আইসিসি সর্বশেষ যে মহিলাদের ওয়ানডে ক্রমতালিকা প্রকাশ করেছে তাতে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্টকে সরিয়ে স্মৃতি ফের শীর্ষস্থান পেয়েছেন। ২০১৯ সালে শেষবার আইসিসির ক্রমতালিকায় শীর্ষস্থানে ছিলেন স্মৃতি। তারপর নিয়মিতভাবে আইসিসি ক্রমতালিকায় প্রথম দশে ঘোরাফেরা করলেও শীর্ষস্থান পাননি তিনি। ৬ বছরের ব্যবধানে ফের শীর্ষে ভারতীয় ওপেনার।
আসলে গত বছর থেকেই দুর্দান্ত ফর্মে স্মৃতি। ২০২৪ সালে চারটি সেঞ্চুরি-সহ করেছিলেন ৭৯৪ রান। ৫৭.৪৬ গড়ে মাত্র ১৩ ম্যাচে এই রান করেছিলেন তিনি। ওয়ানডেতে তাঁর থেকে বেশি রান ২০২৪-এ আর কেউ করতে পারেননি। স্মৃতিই প্রথম ক্রিকেটার, যিনি মহিলাদের ক্রিকেটে একবছরে চারটি সেঞ্চুরি হাঁকান। এখানেই শেষ নয়। গত বছর তিনি ৯৫টি চার ও ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন। সেটাও রেকর্ড। ২০২৫ সালেও স্মৃতির সেই ফর্ম অব্যাহত। সম্প্রতি শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজেও ভালো ফর্মে ছিলেন স্মৃতি। ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও সেঞ্চুরি হাঁকান তিনি।
লাগাতার দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসাবে মহিলাদের ক্রমতালিকায় শীর্ষে উঠলেন স্মৃতি। আপাতত তাঁর রেটিং পয়েন্ট ৭২৭। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া লরা উলভার্টের সংগ্রহ ৭১৯ রেটিং পয়েন্ট। স্মৃতির এই দুর্দান্ত ফর্ম বজায় থাকলে দেশের মাটিতে আসন্ন মহিলা বিশ্বকাপেও ভালো পারফর্ম করতে পারে ভারতীয় দল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.