Advertisement
Advertisement

Breaking News

স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

সৌরভ বিসিসিআইয়ে, এবার সিএবির বড় পদ পেতে পারেন দাদা স্নেহাশিস

রাজ্য ক্রিকেট সংস্থার কনিষ্ঠতম সভাপতি হতে পারেন অভিষেক ডালমিয়া।

Snehasish Ganguly to take over as the new secretary of CAB
Published by: Subhajit Mandal
  • Posted:January 11, 2020 4:11 pm
  • Updated:January 11, 2020 4:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌরভ ছাড়া গঙ্গোপাধ্যায় পরিবারের আরও দুই সদস্য সিএবির কার্যকরী সমিতিতে এবছরই প্রবেশ করেছেন। একজন হলেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly) অপরজন কাকা দেবাশিস গঙ্গোপাধ্যায়। সৌরভ সিএবির পাট চুকিয়ে চলে গিয়েছেন বিসিসিআইয়ের দায়িত্বে। তাঁর অনুপস্থিতিতে এবার দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় হতে পারেন সিএবির সচিব। সব ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহেই সিএবির সচিব পদে যোগ দেবেন স্নেহাশিস।

Snehasis
গতবছর সেপ্টেম্বরেই সিএবির নতুন কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন স্নেহাশিস। ভাই সৌরভ যখন প্রেসিডেন্ট হলেন, তখন স্নেহাশিস বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থার কার্যকরী সমিতিতে ছিলেন সাধারণ সদস্য হিসেবেই। সেই কমিটিতেই কোষাধ্যক্ষ হিসেবে ছিলেন তাঁর কাকা দেবাশিস গঙ্গোপাধ্যায়। সিএবি সূত্রের খবর, সৌরভের অনুপস্থিতিতে সভাপতি হবেন বর্তমান সচিব তথা জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক ডালমিয়া। সেটা হলে ভারতীয় ক্রিকেট প্রশাসনে অভিষেকই সম্ভবত সবচেয়ে কম বয়সী হিসেবে কোনও ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট হতে চলেছেন। এবং অভিষেক ডালমিয়ার ছেড়ে যাওয়া সচিব পদে আসবেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তবে, স্নেহাশিসের নির্বাচন নিয়ে এখনও সংশয় আছে। শোনা যাচ্ছে, সিএবিতে সৌরভের বিরোধী পক্ষের তরফে প্রবীর চক্রবর্তীকে প্রার্থী করা হতে পারে তাঁর বিরুদ্ধে।

Advertisement

[আরও পড়ুন: ‘ক্রিকেটারদের মধ্যে লড়াই তৈরি করা পছন্দ করি না’, বিস্ফোরক কোহলি]

স্নেহাশিস এবং প্রবীর, দু’জনেই যদি সচিব পদের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে ভোটাভুটিতে যেতে হতে পারে সিএবিকে। তবে, বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা নির্বাচনে যেতে রাজি নয়। তাঁরা বরং, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাইছেন। আর তাতে ভরসা খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবির কর্তারা চাইছেন, সৌরভই উদ্ধুত সমস্যার সমাধান করুন। সৌরভের কোর্টে বল চলে গেলে, স্নেহাশিস বাড়তি সুবিধা পেয়ে যাবেন বলেই মনে করছে ক্রিকেট মহল। সৌরভের মতো না হলেও, ভারতের ঘরোয়া ক্রিকেটে একসময় স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ছিলেন বেশ জনপ্রিয় নাম। বাংলার হয়ে ৫১টি প্রথম শ্রেণির ম্যাচও খেলেছেন স্নেহাশিস। তাই, ক্রিকেট খেলার অভিজ্ঞতার দিক থেকেও প্রবীরের থেকে এগিয়ে স্নেহাশিস।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ