Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

‘মুম্বই চা রাজা’ জার্সি, বিশেষ মুখোশ, রোহিতকে সম্মান জানাতে সেজে উঠল ওয়াংখেড়ে

টেস্ট থেকে অবসর ঘোষণার পর প্রথমবার খেলতে নামলেন রোহিত শর্মা।

Special jersey for Wankhede crowd to felicitate Rohit Sharma
Published by: Anwesha Adhikary
  • Posted:May 21, 2025 9:28 pm
  • Updated:May 22, 2025 2:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট থেকে অবসর ঘোষণার পর প্রথমবার খেলতে নামলেন রোহিত শর্মা। আর ‘ঘরের ছেলে’ হিটম্যানকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল ওয়াংখেড়ে স্টেডিয়াম। বিশেষ জার্সি, মুখোশ পরে মাঠে হাজির হলেন দর্শকরা। উল্লেখ্য, দিনকয়েক আগে বিরাট কোহলিকেও একইভাবে সম্মান জানানো হয়েছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে। সাদা জার্সি পরে গ্যালারি ভরিয়েছিলেন বিরাটভক্তরা।

গত ৭ মে টেস্ট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত। তারপর আর খেলতে নামেননি হিটম্যান। অবশেষে অপেক্ষার অবসান। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে ফের ব্যাট হাতে নামেন হিটম্যান। সেই ম্যাচের জন্য বিশেষ নীল রঙের জার্সি দেওয়া হয় ওয়াংখেড়ের দর্শকদের। জার্সির পিছনে রোহিত ৪৫ লেখা। সামনে লেখা ‘মুম্বই চা রাজা’ অর্থাৎ মুম্বইয়ের রাজা। রোহিতকে ভালোবেসে ‘মুম্বই চা রাজা’ বলে ডাকেন তাঁর ভক্তরা। যেহেতু এদিন সাদা বলে খেলা, তাই সাদা জার্সির ব্যবস্থা করা হয়নি কারণ দৃশ্যমানতার সমস্যা হতে পারে। এছাড়াও বিশেষ মুখোশ ছিল এদিনের দর্শকদের জন্য়।

উল্লেখ্য, কয়েকদিন আগেই টেস্ট থেকে অবসর নেওয়া আরেক মহাতারকাকে এভাবেই সম্মান জানিয়েছিল চিন্নাস্বামী স্টেডিয়াম। ‘Virat 18’ লেখা সাদা জার্সি পরে মাঠে হাজির হয়েছিলেন অসংখ্য দর্শক। সঙ্গে গ্যালারিতে দেখা গিয়েছিল বেশ কিছু পোস্টার, ব্যানারও। ছিল বিশাল এক টিফোও। তাতে লেখা, ‘প্রত্যেকেই কোহলিকে ভালোবাসে। লাল বলের ক্রিকেটে এভাবে উত্তেজনায় ভরিয়ে রাখার জন্য ধন্যবাদ।’ আগামী শুক্রবারও একইভাবে কোহলিকে সম্মান জানাতে প্রস্তুতি নিচ্ছে চিন্নাস্বামী।

প্রসঙ্গত, ভারতীয় দলের ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দুই মহাতারকা। গত ৭ মে আচমকাই রোহিত জানান, আগামী দিনে আর লাল বলের ক্রিকেট খেলবেন না। তার কয়েকদিনের মধ্যেই টেস্ট থেকে অবসর ঘোষণা করেন বিরাটও। আপাতত দুই কিংবদন্তিই আইপিএলে খেলছেন। সেখানেই তাঁদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তকুল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement