২৪ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ৮ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

চিপকে আজ ডু অর ডাই ম্যাচে খেলতে পারেন ৩ স্পিনারই, রানে ফিরতে মরিয়া সূর্যকুমার

Published by: Sulaya Singha |    Posted: March 22, 2023 10:36 am|    Updated: March 22, 2023 10:36 am

Team India to face Australia in do or die 3rd ODI in Chepauk | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিপকে কি ফর্মে ফিরবেন সূর্যকুমার যাদব? নাকি সিরিজের বাকি দুই ম্যাচের মতোই ব্যর্থতার কালো মেঘে ঢাকা থাকবেন ভারতীয় ক্রিকেটের ‘স্কাই’? বুধবার চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ নির্ধারক ম্যাচে খেলতে নামার আগে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভারতীয় শিবিরজুড়ে।

সিরিজের প্রথম দুই ওয়ানডে-তে ‘গোল্ডেন ডাক’। পরপর দুই ম্যাচে মিচেল স্টার্কের বলে একই ভঙ্গিমায় আউটের পর প্রশ্ন উঠে গিয়েছে সূর্যকুমারকে ঘিরে। টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি এক নম্বর হতে পারেন। কিন্তু ওয়ানডে’তে এখনও পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সূর্যকুমার। ৩২ বছরের ভারতীয় তারকার ব্যাটিং টেকনিকে গলদ রয়েছে, এমন দাবিও উঠেছে বিশেষজ্ঞ মহলে।

[আরও পড়ুন: ‘২০১১ সালের বদলা নিতে হবে’, বিশ্বকাপ ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই চান শোয়েব]

বিশ্বকাপের বছরে সূর্যের ওয়ানডে আসরে নিস্তেজ ব্যাটিং নিয়ে যখন শোরগোল তুঙ্গে তখন দলের মিডল অর্ডার ব্যাটারকে নিয়ে চিন্তার কিছু দেখছেন না ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়। বরং সূর্য-ইস্যুতে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন ‘দ্য ওয়াল’। পরিষ্কার জানিয়েছেন, “সূর্যর ব্যাটিং নিয়ে আমরা চিন্তিত নই। দু’টো ম্যাচেই দু’টো দারুণ ডেলিভারিতে ও আউট হয়েছে। সবচেয়ে বড় কথা, ওডিআই-তে সূর্য (Suryakumar Yadav) এখন অভিজ্ঞতা সঞ্চয় করছে। টি-টোয়েন্টির ফর্মের সঙ্গে তাই ওর ওডিআই ব্যাটিং গুলিয়ে ফেললে চলবে না। টি-টোয়েন্টি একটু হলেও আলাদা। তাছাড়া আইপিএলে ও ১০ বছর ধরে খেলছে। ফলে প্রচুর টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা ওর আছে। কঠিন পরিস্থিতিতে কীভাবে চাপ সামলে টি-টোয়েন্টি ম্যাচে খেলতে হয়, সূর্য তা জানে। তবে আমার ধারণা, ও যতটা টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছে, ততটা একদিনের ক্রিকেট খেলেনি। ওকে আরও সময় দেওয়া দরকার।” কোচ রাহুলের বক্তব্যেই পরিষ্কার, একটা মারকাটারি ইনিংসেই যাবতীয় সমালোচনা থামিয়ে দিতে পারেন সূর্যকুমার। আর সেটা যদি বুধবারের চিপকে হয়, তাহলে তো কথাই নেই। সেই দিকে তাকিয়ে রোহিত শর্মার ভারত।

তিন ম্যাচের সিরিজ আপাতত ১-১। এমন পরিস্থিতিতে বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে খেলতে নামছে টিম ইন্ডিয়া। তবে বোলিং বিক্রমের মধ্যে ভারতীয় শিবিরকে ভাবাচ্ছে দলের হতশ্রী ব্যাটিং পারফরম্যান্স। পরপর দুই ম্যাচে যে দল প্রথমে ব্যাট করেছে, তারাই ২০০ রানের গণ্ডি পেরতে ব্যর্থ হয়েছে। এরমধ্যে ভারতীয় শিবিরে আবার আতঙ্ক হয়ে দেখা দিয়েছেন অস্ট্রেলিয়ার দুই মিচেল – স্টার্ক ও মার্শ।

[আরও পড়ুন: ‘পোলাও আছে, ঘিয়ের জন্য ঘেউ ঘেউ করছে’, মনোরঞ্জন ব্যাপারীর নিশানায় DA আন্দোলনকারীরা]

প্রথমজনের আগুনে বোলিংয়ে বিশাখাপত্তনমে কঙ্কাল বেরিয়ে পড়েছিল ভারতীয় (Team India) ব্যাটিংয়ের। ১১৭ রানে অলআউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। একাই পাঁচ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছিলেন অভিজ্ঞ এই অজি পেসার। বাকি কাজটা ব্যাট হাতে সেরেছিলেন মিচেল মার্শ। তাঁর ব্যাটিং তাণ্ডবে ২৩৪ বল বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জিতে ভারতীয় দলকে একরাশ লজ্জার সামনে দাঁড় করিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। সেই ক্ষতে প্রলেপ দিতে গেলে চিপকে সিরিজ নির্ধারক লড়াইয়ে জিততেই হবে ভারতকে। চিপকের ২২ গজ যেহেতু স্লো-টার্নার। তাই আগের ম্যাচের মতো তিন স্পিনারেই খেলতে দেখা যেতে পারে ভারতকে।

আজ টিভিতে:
ভারত বনাম অস্ট্রেলিয়া
তৃতীয় ওয়ানডে, চেন্নাই, দুপুর ১.৩০, স্টার স্পোর্টস

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে