ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগস্টে সাদা বলের সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-বাংলাদেশের। যদিও বাংলাদেশের মাটিতে সিরিজটি আদৌ হবে কিনা, তা নিয়ে জল্পনা ছিল। সেই জল্পনা সত্যি করে সিরিজ স্থগিত করে দেওয়া হয়েছে। আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে সিরিজটি বলে শনিবার ঘোষণা করেছে বিসিসিআই।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভারতীয় বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সর্বসম্মতিক্রমে সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের মধ্যে এই সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।” ওয়াকিবহাল মহলের মতে, কূটনৈতিক টানাপোড়েনের জেরে স্থগিত হল ভারত-বাংলাদেশ সিরিজ। পরিস্থিতি বুঝে পরে এই সিরিজ আয়োজন করা হবে। জানানো হয়েছে, সিরিজের সংশোধিত তারিখ এবং সময়সূচি আগামী দিনে ঘোষণা করা হবে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ আগস্ট বাংলাদেশ পৌঁছনোর কথা ছিল ভারতীয় দলের। ১৭ আগস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ছিল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। তাছাড়াও ২৬ আগস্ট থেকে শুরু হবার কথা ছিল টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের মাধ্যমেই দীর্ঘদিন পরে ফের আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যেত রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। কিন্তু তা আপাতত হচ্ছে না।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পালাবদলের পর বাংলাদেশে ভারতবিরোধী সুর ক্রমেই জোরদার হচ্ছে। চিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস চিনে দাঁড়িয়ে ভারতবিরোধী মন্তব্য করেছেন। পহেলগাঁও হামলার পরেও পাকিস্তানপন্থী সুর ছিল বাংলাদেশের গলায়। এহেন পরিস্থিতিতে বাংলাদেশ সফরে ভারতীয় দলের নিরাপত্তা নিয়ে সংশয় ছিল। এই সংশয়ের মাঝেই দুই দেশের মধ্যে শেষমেশ সিরিজটি স্থগিত হয়ে গেল।
🚨 NEWS 🚨
Rescheduling of India’s white-ball Tour of Bangladesh.
Details 🔽 #TeamIndiahttps://t.co/qaOWJBgJdu
— BCCI (@BCCI) July 5, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.