সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধিনায়কোচিত ইনিংস খেলে ভারতকে চালকের আসনে বসিয়ে দিয়েছেন শুভমান গিল। ইংরেজ বোলারদের ঔদ্ধত্যকে একপ্রকার পাত্তা না দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন। এতকিছু করার পরও শুভমানের উপর নেমে আসতে পারে শাস্তির খাঁড়া।
ঠিক কী কারণে শাস্তি পেতে পারেন তিনি? জানা গিয়েছে, পোশাকবিধি ভঙ্গ করেছেন শুভমান। অনেকেই হয়তো জানেন না, টেস্ট ক্রিকেটে সাদা পোশাকের বিধি ছাড়াও আরও একটা বিধি থাকে। আইসিসি’র সেই পোশাকবিধি ভঙ্গ করেছেন শুভমান গিল।
আইসিসি’র ১৯.৪৫ নম্বর বিধি অনুসারে, টেস্ট ম্যাচে রংবেরঙের মোজা ব্যবহার করতে পারেন না ক্রিকেটাররা। টেস্ট ম্যাচে কেবল ‘সাদা, ক্রিম বা হালকা ধূসর’ রঙের মোজা পরারই অনুমতি রয়েছে। ২০২৩ সালের মে থেকে কার্যকর হয়েছে এই নিয়ম। অথচ শুভমান গিল খেলেছেন কালো রঙের মোজা পরে। সেই কারণে পোশাকবিধি ভঙ্গের অভিযোগে শাস্তি পেতে পারেন তিনি। দোষী প্রমাণিত হলে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা হতে পারে তাঁর। তবে শাস্তি এড়িয়ে যাওয়ার সুযোগও থাকবে তাঁর সামনে। তিনি যদি ম্যাচ রেফারিকে বোঝাতে পারেন এই ভুল অজ্ঞতাবশত বা অনিচ্ছাকৃত, তাহলেই শাস্তি এড়াতে পারবেন তিনি।
উল্লেখ্য, লিডসে ৫৭ বছরের রেকর্ড ভেঙেছেন শুভমান। নবাব পতৌদির ৫৭ বছরের রেকর্ড ভেঙে ইংল্যান্ডের মাটিতে কনিষ্ঠতম ভারতীয় হিসেবে নেতৃত্বের ভার সামলানোর নজির গড়েছেন গিল। তাছাড়াও বিজয় হাজারে, দিলীপ ভেঙ্কসরকার, সুনীল গাভাসকর এবং বিরাট কোহলির পর পঞ্চম ভারতীয় অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে শতরানের মালিক হয়েছেন শুভমান। ইংল্যান্ড সিরিজের ঊষালগ্নে খেলা দেখে মনে হচ্ছে, তরুণদের হাতে সুরক্ষিত টিম ইন্ডিয়া। এখন আমার আপনার মতো সকলের উচিত ‘নতুন ভারতে’র পাশে থাকা। যদিও একটাই খটকা, শাস্তির কাঁটায় বিঁধতে পারেন শুভমান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.