সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। হারের ভ্রুকুটি চোখ রাঙাচ্ছিল মেন ইন ব্লু শিবিরে। কিন্তু সেই কঠিন পরিস্থিতি থেকে দলকে ম্যাচ জিতিয়েছেন তিলক বর্মা। ৭২ রান করে ম্যাচ জেতানোর পাশাপাশি গড়েছেন বিশ্বরেকর্ডও। তরুণ তুর্কির এমন অনবদ্য ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে কুর্নিশ স্বয়ং অধিনায়ক সূর্যকুমার যাদবের।
শনিবাসরীয় চিপকে জয়ের লক্ষ্যে পৌঁছতে বেশ ভালোমতো কাঠখড় পোড়াতে হয় টিম ইন্ডিয়াকে। একটা সময় ৭৮ রানে পাঁচ উইকেট খুইয়ে রীতিমতো চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। সেখান থেকে ওয়াশিংটন সুন্দরকে সঙ্গী করে ঘুরে দাঁড়ান তিলক। অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত তিলকের দুর্দান্ত ইনিংসে ২ উইকেটে কষ্টার্জিত জয় পায় গম্ভীর ব্রিগেড। বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করেন তরুণ তারকা।
৭২ রানের ইনিংস খেলেই বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন তিলক। ক্রিকেট ইতিহাসে প্রথমবার টি-২০তে অপরাজিত থেকে ৩০০ রানের গণ্ডি পেরলেন তিনি। ভারতের জার্সিতে গত চার টি-২০ ম্যাচে আউট হননি তিলক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন, আউট না হয়ে। ওই দুই ম্যাচে যথাক্রমে ৫৬ বলে ১০৭ এবং ৪৭ বলে ১২০ রান আসে তিলকের ব্যাট থেকে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ১৯ রানে নটআউট ছিলেন। দ্বিতীয় ম্যাচে ৭২ রান করে অপরাজিত তিলক।
এর আগে অপরাজিত অবস্থায় টি-২০তে সবচেয়ে বেশি রান করার নজির ছিল মার্ক চ্যাপম্যানের। কিউয়ি তারকা আউট হওয়ার আগে ২৭১ রান করেছিলেন। বিশ্বরেকর্ড গড়া তিলকের ব্যাটিংয়ে মুগ্ধ ভারত অধিনায়ক সূর্যও। শনিবার ম্যাচের পর দেখা যায়, তরুণ সতীর্থকে মাথা ঝুঁকিয়ে ‘বাও’ করছেন তিনি। পরে সাংবাদিক সম্মেলনে এসে সূর্য বলেন, তিলক যেভাবে দায়িত্ব নিয়ে ব্যাট করেছেন, সেই দেখে তিনি মুগ্ধ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.