Advertisement
Advertisement

Breaking News

Vaibhav Suryavanshi-Ayush Mhatre

আইপিএলে ভালো খেলার পুরস্কার, ইংল্যান্ড সফরে অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেল বৈভব-আয়ুষ

ভারতীয় দলের নেতৃত্ব দিতে দেখা যাবে কাকে?

Vaibhav Suryavanshi and Ayush Mhatre get a chance in the India Under-19 team for England tour
Published by: Prasenjit Dutta
  • Posted:May 22, 2025 1:52 pm
  • Updated:May 22, 2025 4:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে ভালো খেলার পুরস্কার পেল দুই ‘বিস্ময় প্রতিভা’ বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) এবং আয়ুষ মাত্রে (Ayush Mhatre)। এবার আসন্ন ইংল্যান্ড সফরের জন্য অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে দেখা যাবে দুই ক্রিকেটারকে। কেবল তাই নয়, আয়ুষকে ভারতীয় দলের নেতৃত্ব দিতেও দেখা যাবে। 

আসন্ন ইংল্যান্ড সফরের জন্য অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল (India U19 Team) ঘোষণা করেছে বিসিসিআই। ২৪ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত রয়েছে এই সফর। ইংল্যান্ডে পাঁচটি একদিনের ম্যাচ এবং দু’টি চারদিনের ম্যাচ খেলবে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত খেলা ১৭ বছরের আয়ুষের ডেপুটি হিসেবে দেখা যাবে অভিজ্ঞান কুণ্ডুকে। ১৬ সদস্যের দলে দুই উইকেটরক্ষকের একজন এই অভিজ্ঞান।

অন্যদিকে, আইপিএলে সেঞ্চুরি করে চর্চায় উঠে আসা ১৪ বছরের বৈভবকে নিয়েও খুশির হাওয়া। এবারের আইপিএলে ৭ ম্যাচে ২৫২ রান করেছে বৈভব। শেষ ম্যাচেও ৩৩ বলে ৫৭ রান করে। বৈভবই একমাত্র প্লেয়ার যে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই এক মরশুমে দু’টি হাফসেঞ্চুরি করেছে।

বিসিসিআইয়ের জুনিয়র ক্রিকেট কমিটি নির্বাচিত করেছে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। ২৪ জুন ওয়ানডে ওয়ার্মআপ ম্যাচে অংশ নেবে ভারতীয় দল। ২৭ জুন প্রথম ওয়ানডে। পঞ্চম ওয়ানডে ৭ জুলাই। এরপর চারদিনের দু’টি ম্যাচ রয়েছে ১২-১৫ জুলাই এবং ২০-২৩ জুলাই।

ভারত অনূর্ধ্ব ১৯ স্কোয়াড: আয়ুষ মাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মালহোত্রা, মৌল্যরাজসিংহ চাভদা, রাহুল কুমার, অভিজ্ঞান কুণ্ডু (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), হরবংশ সিং (উইকেটরক্ষক), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, যুধাজিৎ গুহ, প্রণব রাঘবেন্দ্র, মহম্মদ এনান, আদিত্য রানা, আনমোলজিৎ সিং।

স্ট্যান্ডবাই প্লেয়ার: নমন পুষ্পক, ডি দীপেশ, বেদান্ত ত্রিবেদি, বিকাশ তিওয়ারি, অলংকৃত রাপোল (উইকেটরক্ষক)

সময়সূচি
২৪ জুন: একদিনের প্রস্তুতি ম্যাচ।

ওয়ানডে
২৭ জুন, ৩০ জুন, ২ জুলাই, ৫ জুলাই, ৭ জুলাই।

চারদিনের ম্যাচ
১২ জুলাই-১৫ জুলাই
২০ জুলাই-২৩ জুলাই

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement