ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল নিলামে তৃতীয় সর্বোচ্চ দর পেয়েছেন। কিন্তু ক্রিকেট খেললেও পড়াশোনাকে আজও গুরুত্ব দেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। কারণ কেকেআর তারকা মনে করেন, জীবনে উন্নতি করতে গেলে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এমনকি, ক্রিকেট মাঠেও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে শিক্ষা। সেই জন্যই খেলার পাশাপাশি নতুন ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা করছেন বেঙ্কি।
আইপিএল নিলামে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দাম পেয়েছেন মধ্যপ্রদেশের তারকা ব্যাটার। পুরনো দল কলকাতা নাইট রাইডার্সেই ফিরেছেন তিনি। নিলামে আকাশছোঁয়া দর পাওয়ার পরে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভেঙ্কটেশ জানান, খুব তাড়াতাড়িই নতুন ডিগ্রি পাবেন তিনি। সম্ভবত আইপিএলের আগেই ভেঙ্কটেশের নামের আগে শোভা পাবে নতুন ডিগ্রি।
উল্লেখ্য, ক্রিকেটার হলেও পড়াশোনাতে যথেষ্ট ভালো ভেঙ্কটেশ। ২০১৮ সালে তিনি এমবিএ পাশ করেন। ডেলয়েটের মতো বিরাট সংস্থার চাকরির প্রস্তাবও ছিল তাঁর কাছে। কিন্তু বেঙ্গালুরুতে গিয়ে চাকরি না করে ইন্দোরে থেকে যান ভেঙ্কটেশ। মধ্যপ্রদেশের হয়ে নিয়মিত খেলতে খেলতে কেকেআরে সুযোগ মেলে। তার পর থেকে ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তবে জাতীয় দলের জার্সিতে খেলার পরেও পড়াশোনা ছাড়েননি। ক্রিকেটের পাশাপাশিই চালিয়েছেন পিএইচডি। দীর্ঘ পরিশ্রমের পরে অবশেষে ‘ডক্টর’ উপাধি বসতে চলেছে তাঁর নামের আগে। মজা করে সাক্ষাৎকারে ভেঙ্কটেশ বলেন, “পরেরবার সাক্ষাৎকার নেওয়ার সময়ে ডক্টর বলতে হবে আমাকে।”
ভেঙ্কির মতে, জীবনের শেষ দিন পর্যন্ত শিক্ষা থেকে যায় মানুষের সঙ্গে। কিন্তু একটা বয়সের পর ক্রিকেট খেলা থামাতে হয়। তাই জীবনে উন্নতি করতে গেলে শিক্ষা খুবই প্রয়োজন। ক্রিকেটারদের জীবনে প্রচুর চাপ থাকে। পড়াশোনার মাধ্যমে সেই চাপও খানিকটা কমে যায় বলে দাবি ভেঙ্কটেশের। পড়াশোনা করলে ক্রিকেট মাঠেও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে বলে মনে করেন তিনি। কেকেআর তারকার উপলব্ধি, কখনও খেলার মাঠে এমন পরিস্থিতি আসে যখন ক্রিকেটীয় দক্ষতার চেয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তখন শিক্ষার অবদান কাজে আসে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.