ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ফিটনেসের ‘কিং’। প্রিয় বাটার চিকেন নির্দ্বিধায় ছেড়ে দিয়েছেন নিজেকে ফিট রাখতে। দীর্ঘ কেরিয়ারে একেবারেই চোটের সমস্যায় ভুগতে দেখা যায়নি তাঁকে। কিন্তু বিসিসিআই ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেওয়ার পরদিনই জানা গেল, ঘাড়ে চোট পেয়েছেন বিরাট কোহলি। এমনকি ব্যথা কমাতে ইনজেকশনও নিতে হয়েছে তাঁকে। এহেন পরিস্থিতিতে তিনি আদৌ রনজিতে নামতে পারবেন কিনা, সেই নিয়ে সংশয় দেখা দিয়েছে।
বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের হতশ্রী পারফরম্যান্সের পরে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর সিনিয়র ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেছিলেন, নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। সেই মর্মে বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে বিসিসিআই। সাফ জানিয়ে দেওয়া হয়, জাতীয় দলের ক্রিকেটারদের নিয়মিত ঘরোয়া ক্রিকেটে নামতে হবে। সেই মতো রনজি ম্যাচের আগে মুম্বই সঙ্গে অনুশীলন শুরু করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
কিন্তু বিরাট আদৌ রনজিতে নামবেন কিনা, সেই নিয়ে সংশয় ছিলই। এহেন পরিস্থিতিতে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন সূত্রে খবর, ঘাড় মচকে গিয়েছে বিরাটের। সেই যন্ত্রণা কমানোর জন্য ইনজেকশন নিতে হয়েছে তাঁকে। ফলে দিল্লির আসন্ন রনজি ম্যাচগুলিতে কিং কোহলি আদৌ নামতে পারবেন কিনা, সেই নিয়ে সংশয় রয়েছে। তবে দিল্লি শিবিরে হয়তো যোগ দিতে পারেন বিরাট। নামতে পারেন অনুশীলনেও। কিন্তু ম্যাচে নামার ক্ষেত্রে অনিশ্চয়তা কাটছে না।
দিল্লির আরেক তারকা ঋষভ পন্থ অবশ্য জানিয়ে দিয়েছেন, তিনি রনজিতে খেলবেন। আগামী ২৩ জানুয়ারি সৌরাষ্ট্রের বিরুদ্ধে রনজি ম্যাচ রয়েছে দিল্লির। তার তিনদিন আগে রওনা দেবে পুরো দল। ম্যাচের আগে দুটি প্র্যাকটিস সেশন করবে দিল্লি। কিন্তু বিরাটের নাম ৪১ সদস্যের দলে রাখা হলেও তাঁর খেলা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। গত বছরও বিরাটকে এই সম্ভাব্য দলে রাখা হয়েছিল। কিন্তু একটি ম্যাচও খেলননি তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.