Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

আরসিবির অধিনায়ক বিরাটই! ‘নিশ্চিত’ করে দিলেন ‘অভিন্নহৃদয়’ বন্ধু ডি’ভিলিয়ার্স

আইপিএল নিলামের পর বিরাটের আরসিবি অধিনায়ক হওয়া নিয়ে জল্পনা চরমে।

Virat Kohli will be RCB skipper, Says AB de Villiers

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:November 29, 2024 12:25 pm
  • Updated:November 29, 2024 4:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের আগামী মরশুমে (IPL 2025) আরসিবির অধিনায়ক হতে চলেছেন বিরাট কোহলিই (Virat Kohli) ! একপ্রকার নিশ্চিত করে দিলেন কিং কোহলির অভিন্নহৃদয় বন্ধু এবি ডি’ভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলে এবি বলেছেন, আরসিবি স্কোয়াড দেখে তাঁর মনে হয়েছে অধিনায়কত্ব দেওয়া হবে বিরাটকেই।

বিরাট যে ফের আরসিবির অধিনায়ক হতে পারেন, সেই জল্পনা সেই রিটেনশন পর্ব থেকে শুরু হয়েছে। নিলামের পর জল্পনা আরও গতি পেয়েছে। আসলে নিলামে ঋষভ পন্থ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ারদের মতো মার্কি তারকাদের নেওয়ার চেষ্টা করেনি আরসিবি। এমনকী, প্রাক্তন অধিনায়ল ফ্যাফ ডু’প্লেসিসকে ফেরাতে আরটিএমও ব্যবহার করেনি কোহলির দল। ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, ক্রুণাল পাণ্ডিয়া, ফিল সল্টদের মতো তারকাদের কিনে ব্যাটিং ও বোলিং বিভাগ সাজালেও ক্যাপ্টেনের আসনে কে বসবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।

Advertisement

এরই মধ্যে আরসিবির ডিরেক্টর অফ ক্রিকেট মো ববাট জানান, তাঁরা এখনও কোনও নাম চূড়ান্ত করতে পারেননি। তবে পারথ টেস্টের মাঝেও দলগঠন নিয়ে কোহলির সঙ্গে কথা হয়েছে তাঁদের। অর্থাৎ দল তৈরি হয়েছে বিরাটের পরামর্শেই। তাতে অধিনায়কত্ব নিয়ে জল্পনা আরও বাড়ে। এবার ডি’ভিলিয়ার্স বলে দিলেন, আরসিবির অধিনায়ক হিসাবে তিনিই বিরাটকেই দেখছেন। বিরাটের সঙ্গে এ বিষয়ে তাঁর কথা হয়েছে কিনা স্পষ্ট নয়, তবে ডি’ভিলিয়ার্সের সঙ্গে কিং কোহলির যা সম্পর্ক তাতে তিনি স্রেফ অনুমানের ভিত্তিতে কিছু বলছেন না বলেই মনে করা হচ্ছে।

২০২১ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব করছেন বিরাট। কিন্তু টানা ব্যর্থতার জেরে আচমকাই অধিনায়কত্ব ছাড়েন তিনি। ঘটনাচক্রে তার পরের তিন বছরেও আরসিবির পারফরম্যান্সে বিশেষ উন্নতি হয়নি। ম্যানেজমেন্ট মনে করছে, ২০২১ সালের আগে বিরাটের উপর অনেক রকমের চাপ ছিল। তখন ভারতের জাতীয় ফলের অধিনায়ক ছিলেন তিনি। নিয়মিত খেলতেন তিন ফরম্যাটে। কিন্তু এখন তিনি অনেকটাই চাপমুক্ত। কোনও ফরম্যাটেই আর ভারতের অধিনায়ক নন বিরাট। টি-টোয়েন্টিতে আর খেলেন না। ফলে অনেকটাই চাপমুক্ত তিনি। তাই নতুন করে আরসিবির অধিনায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হলে তিনি রাজি হলেও হয়ে যেতে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement