Advertisement
Advertisement
Shubman Gill

বিরাট-রোহিতের অবসরের পর কী চান গম্ভীর-আগরকর? প্রথম টেস্টের আগে জানালেন গিল

তাঁরা কি গিলের উপর বাড়তি প্রত্যাশা করছেন?

What do Gambhir and Agarkar want after Virat and Rohit's retirement? Shubman Gill reveals before first Test
Published by: Prasenjit Dutta
  • Posted:June 15, 2025 5:15 pm
  • Updated:June 15, 2025 5:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র পাঁচটা দিন। তার পরেই শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। লাল বলের ক্রিকেট থেকে রোহিত শর্মার অবসরের পর টিম ইন্ডিয়ার টেস্ট দলের অধিনায়ক হয়েছেন শুভমান গিল। বিরাট কোহলিও টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তাই ইংল্যান্ড সিরিজে গিলের দিকে বাড়তি নজর থাকতে চলেছে। এই পরিস্থিতিতে কি গম্ভীর এবং আগরকর বাড়তি কোনও প্রত্যাশা করছেন গিলের উপর? তা নিয়ে মুখ খুলেছেন স্বয়ং শুভমান।

Advertisement

টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক জানিয়েছেন, গম্ভীর বা আগরকর তাঁর উপর কোনও কিছু জোর করে চাপিয়ে দেননি। ২৫ বছরের এই ক্রিকেটার সংবাদমাধ্যমকে বলেন, “তাঁরা আমার উপর বাড়তি কিছু চাপিয়ে দেননি। বিরাট কিছু প্রত্যাশাও করেননি। তাই এ ব্যাপারে কোনও চাপ নেই। গম্ভীর এবং আগরকর, দু’জনেই আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। আমি কী করতে চাই, তা নিয়ে গৌতি ভাই এবং অজিত ভাইয়ের সঙ্গে বহুবার আলোচনা হয়েছে।”

শুভমানের সংযোজন, “আমি যাতে নেতা হিসেবে নিজেকে মেলে ধরতে পারি, তাঁরা কেবল এটুকুই চান। তাঁরা আমার উপর জোর করে কিছু চাপিয়ে দেননি। যেটা আমি পারি না, এমন কিছু আশা করছেন না তাঁরা। তবে প্রত্যাশা একটা অবশ্যই আছে। তা নিজের কাছে।”

লাল বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেকের আগে এখন পর্যন্ত শুভমান খেলে ফেলেছেন ৩২ টেস্ট। তাঁর রান সংখ্যা ১,৮৯৩। গড় ৩৫.০৫। ইংল্যান্ডে তাঁর টেস্ট গড় ৬ ইনিংসে মাত্র ১৪.৬৬। এই পরিস্থিতিতে ভালো খেলতেই হবে ভারতীয় দলের ৩৭তম অধিনায়ককে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement