ফাইল ছবি
স্টাফ রিপোর্টার: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আর ইংল্যান্ড যেন সমার্থক হয়ে গিয়েছে। গত তিনটে ফাইনালই হয়েছে ইংল্যান্ডে। যার প্রথম দু’টোয় ভারতকে হারায় যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। শেষবার অস্ট্রেলিয়াকে হারায় দক্ষিণ আফ্রিকা। তিনটে ফাইনাল হয় সাউদাম্পটন, ওভাল এবং লর্ডসে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুধুমাত্র ইংল্যান্ডেই হবে কেন?
ভারতীয় ক্রিকেট বোর্ড প্রবলভাবে চাইছে পরবর্তী ফাইনাল দেশের মাটিতে করতে। ২০২৫ থেকে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হয়েছে। যার ফাইনাল হবে ২০২৭-এর জুনে। বিসিসিআই যে ফাইনাল আয়োজন নিয়ে প্রবল আগ্রহী। শোনা গেল, বেঙ্গালুরুতে ওই ফাইনাল করার প্রস্তাব দিয়েছে ভারতীয় বোর্ড। আগামী জুলাইয়ের আইসিসি কনফারেন্সে তা চূড়ান্ত হবে। কিন্তু সমস্যা হল, বিসিসিআই ওই ম্যাচ আয়োজনের ব্যাপারে আগ্রহী হলেও, শেষপর্যন্ত তা হবে কি না, সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বরং পরের WTC ফাইনাল আয়োজনের ব্যাপারে সেই ইংল্যান্ড অনেকটাই এগিয়ে। এবার ভেনু হিসেবে শোনা যাচ্ছে ম্যাঞ্চেস্টারের নাম।
ভারতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হল বৃষ্টি। জুনের প্রথম সপ্তাহে ভারতের বেশিরভাগ রাজ্যেই বর্ষা শুরু হয়ে যায়। এজন্য বিসিসিআই চাইছে, ম্যাচটা বেঙ্গালুরুতে করতে। কারণ অন্য রাজ্যের তুলনায় বেঙ্গালুরুতে ওই সময় বৃষ্টির সম্ভাবনা কম থাকে। কিন্তু তাতেও নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। আরও একটা সমস্যা রয়েছে। ইদানীংকাল ভারত ঘরের মাঠে টেস্ট খেললেও খুব একটা দর্শক মাঠে আসেন না। ভারত ফাইনাল খেললে একরকম পরিস্থিতি। কিন্তু দু’টো নিরপেক্ষ দেশ ফাইনাল খেললে, এখানে দর্শকরা আদৌ মাঠমুখো হবেন কি না, সেটা বড় প্রশ্ন। ইংল্যান্ড ফাইনাল না খেললেও লর্ডসে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে প্রচুর দর্শক এসেছিলেন। সেই ব্যাপারটাও মাথায় রাখা হচ্ছে।
সবমিলিয়ে যা পরিস্থিতি, তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগামী সংস্করণ আয়োজনের ব্যাপারেও এগিয়ে ইংল্যান্ড। আরও পরিষ্কার ভাবে বললে, এগিয়ে রয়েছে ম্যাঞ্চেস্টার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.