Advertisement
Advertisement
Women's T20 World Cup 2024

ক্যাচ মিসে ম্যাচ মিস ফতিমাদের! পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতায় বিশ্বকাপ থেকে বিদায় ভারতেরও

ক্যাচ মিস নিয়ে 'বদনাম' রয়েছে পাকিস্তানের পুরুষ দলের। এবার সেই তালিকায় নাম লেখাল মহিলা দলও।

Women's T20 World Cup 2024: Pakistan drops 8 catches and eliminated from WC
Published by: Arpan Das
  • Posted:October 15, 2024 10:00 am
  • Updated:October 15, 2024 12:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান আর ক্যাচ মিস। এ যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তবে এক্ষেত্রে বেশি ‘বদনাম’ ছিল পাকিস্তানের পুরুষ ক্রিকেটারদের। এবার সেই তালিকায় নাম লেখালেন ফতিমারাও। মহিলাদের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁরা ফেললেন আটটা ক্যাচ। সেই সঙ্গে ডুবল ব্যাটিংও। যার ফলে সমস্ত আশা-ভরসা নিভল ভারতের মেয়েদেরও।

বিশ্বকাপের(Women’s T20 World Cup 2024) সেমিফাইনালে ওঠার জন্য হরমনপ্রীতরা এই ম্যাচের দিকে তাকিয়ে ছিলেন। পাকিস্তান যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দিত, তাহলে নেট রানরেটে সেমির দরজা খুলে যেতে পারত ভারতের জন্য। প্রথম ইনিংসে সোফি ডিভাইনরা মাত্র ১১০ রানে আটকে যান। রানটা আরও কম উঠতে পারত। তাও যে নিউজিল্যান্ডের ইনিংস সেঞ্চুরি পেরোল, সৌজন্যে পাকিস্তানের ‘অবিশ্বাস্য’ ফিল্ডিং।

Advertisement

ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে সোমবার একের পর এক ক্যাচ ফেললেন পাকিস্তানের মহিলাদের দল। একটা নয়, দুটো নয়, মোট আটটা ক্যাচ পড়ল। তার মধ্যে একা সিদ্রা আমিনই ফেললেন তিন-তিনটে ক্যাচ। নিউজিল্যান্ডের পড়েছিল ৬ উইকেট। যার মধ্যে পাঁচটা ক্যাচ আউট। অর্থাৎ, যত না তাঁরা ক্যাচ ধরেছেন, তার থেকে বেশি ক্যাচ পড়েছে।

এখানেই শেষ নয়। ব্যাট হাতেও ‘ভেলকি’ দেখাল পাকিস্তান। প্রথম থেকেই উইকেট পড়ছিল তাদের। প্রথম পাঁচ ওভারের মধ্যে পাঁচ উইকেট পড়ে যেতেই নিশ্চিত হয়ে যায়, ভারতের আর কোনও সুযোগই নেই। সেখান থেকে কিছুটা চেষ্টা করেছিলেন অধিনায়ক ফতিমা সানা। ষষ্ঠ উইকেট পড়ল ৫২ রানে। তার পর আর মাত্র ৫ রান। পাকিস্তানের ইনিংস শেষ। অর্থাৎ শেষ ৪ উইকেট পড়ল ৪ রানে। বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারতও। নেটদুনিয়ায় প্রবল চর্চা, ‘আর এই পাকিস্তানের উপর ভরসা করা হচ্ছিল?’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement