Advertisement
Advertisement

Breaking News

মইন আলিকে ‘ওসামা’ বলে ডেকেছিলেন অজি ক্রিকেটার!

খেলার মাঠে জাতি-বিদ্বেষ!

England cricketer Moeen Ali called ‘Osama’
Published by: Subhajit Mandal
  • Posted:September 15, 2018 3:18 pm
  • Updated:September 15, 2018 3:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার মাঠে অস্ট্রেলিয় ক্রিকেটাররা যে কতটা আগ্রাসী হতে পারে তা হয়তো ভারতীয় ক্রিকেটপ্রেমীদের অজানা নয়। জয়ের জন্য, বিপক্ষের ক্রিকেটারদের মানসিকভাবে দুমড়ে দেওয়ার জন্য স্লেজিংয়ে অজিদের জুড়ি মেলা ভার। এবার এক অস্ট্রেলিয় ক্রিকেটারের আরও একটি ঘৃণ্য উক্তি সামনে এল। ক্রিকেট মাঠেও জাতি-বিদ্বেষের শিকার হতে হল ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলিকে। মইনের ২০১৬ অ্যাসেজ চলাকালীন এক অস্ট্রেলিয়ান ক্রিকেটার নাকি তাঁকে ওসামা বলেছিলেন।

[যুদ্ধের আগে কুশল বিনিময়, অনুশীলনের ফাঁকে করমর্দন মালিক-ধোনির]

সদ্য আত্মজীবনী প্রকাশ পেয়েছে মইনের। আত্মজীবনীতেই মইন বর্ণনা করেছেন ২০১৫ অ্যাসেজ সিরিজের স্মৃতি। ইংল্যান্ডের অলরাউন্ডার লিখছেন, “অজিদের মতো রাগ খেলার মাঠে অন্য কোনও দেশের ক্রিকেটারদের মধ্য দেখিনি। ওরা খেলার মাঠে ক্রিকেটারদের ফোকাস নষ্ট করার চেষ্টা করে। অন্য ক্রিকেটারদের সম্মান করতে জানে না অজিরা। ” এরপরই তিনি নিজে কীভাবে বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন তা বর্ণনা করেন ইংল্যান্ডের ক্রিকেটার। তিনি বলেন, “২০১৫ অ্যাসেজে আমার ব্যক্তিগত পারফরম্যান্স খুব ভাল হয়েছে। কিন্তু একটা ঘটনা আমাকে ডিসট্র্যাক্ট করেছে। গোটা ম্যাচ আমি রেগেছিলাম।”

Advertisement

[পরনে শাড়ি, কপালে টিপ! এ কী সাজে ধরা দিলেন গৌতম গম্ভীর]

আসল ঘটনাটি ২০১৫ অ্যাসেজের প্রথম টেস্টের। মইনের অভিযোগ তিনি যখন ব্যাটিং করছিলেন তখন এক অজি ক্রিকেটার তাঁর কাছে এসে তাঁকে ওসামা বলে ডাকেন। মইন আলি নাকি সেই ক্রিকেটারের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সহকারী কোচ ট্রেভর বেলিসের কাছে অভিযোগও জানিয়েছিলেন। বেলিস বলেন হেডকোচ ড্যারেন লেম্যানকে। লেম্যান যখন ওই ক্রিকেটারকে জিজ্ঞাসা করেন ঘটনার সত্যতার কথা। তখন সেই ক্রিকেটার বেমালুম অস্বীকার করেন। ওই অস্ট্রেলিয় ক্রিকেটার দাবি করেন, তিনি ওসামা বলেননি, বলেছিলেন পার্ট-টাইমার। ওই অজি ক্রিকেটারের দাবি ছিল, মইন আলি পার্ট-টাইমারকে ওসামা শুনেছেন। মইনের বক্তব্য, অস্ট্রেলিয়ার সব ক্রিকেটারেরই মানসিকতা এরকম। একমাত্র অস্ট্রেলিয় দলকেই তিনি অপছন্দ করেন। উল্লেখ্য, এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দেরও একাধিকবার বর্ণবিদ্বেষের স্বীকার হতে হয়েছে, যার সাম্প্রতিকতম উদাহরণ হরভজন সিং।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ