BREAKING NEWS

১৩ আশ্বিন  ১৪৩০  রবিবার ১ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

তেরঙ্গা ঠিক করে ধরুন, ভারতীয় ফ্যানকে পরামর্শ দিয়ে মন জয় আফ্রিদির

Published by: Sangbad Pratidin Digital |    Posted: February 10, 2018 8:44 pm|    Updated: February 11, 2018 1:20 pm

'Flag Seedha Karo Apna': Shahid Afridi's Thoughtful suggestion to Indian Fan is Winning Hearts

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর হাতে ব্যাট উঠলেই ঝড়। বলেও ভেলকি দেখাতে পারেন। ক্রিকেট দুনিয়া শাহিদ আফ্রিদিকে এভাবেই চেনে। পাক মহাতারকাকে এবার অন্যভাবে দেখল দুনিয়া।

[জামাইয়ের শখ জানেন, বিরাটকে অন্যরকম উপহার শ্বশুরের]

সুইজারল্যান্ডের সেন্ট মরিৎজ আইস ক্রিকেটের চ্যালেঞ্জে খেলতে এসেছেন আফ্রিদি। প্রথম ম্যাচে আফ্রিদি একাদশের মুখোমুখি হয়েছিল শেহবাগ একাদশ। হিমাঙ্কের নিচে তাপমাত্রায় বরফের উপর এই টি-টোয়েন্টি ম্যাচ ঘিরে প্রবাসী ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। শেহবাগ একাদশকে হারান আফ্রিদিরা। ম্যাচ শেষে প্রাক্তন পাক অধিনায়কের সঙ্গে ছবি তোলার ভিড় পড়ে যায়। অনেকেই সেলফি তুলতে চান। এক ভারতীয় ফ্যান আফ্রিদির সঙ্গে ছবি তোলার জন্য বায়না করেন। পাক কিংবদন্তি হাসিমুখে ছবি তুলতে রাজি হন। এই সময় আফ্রিদির নজরে পড়ে ওই ভারতীয় সমর্থকের হাতে থাকা জাতীয় পতাকার দিকে। পাকিস্তানের ক্রিকেটার দেখেন তরুণীর হাতে থাকা পতাকাটি মোড়ানো। তখন আফ্রিদি বলেন পতাকা খুলে নিতে। তারপর ওই ভারতীয় সমর্থকের সঙ্গে ছবি তোলেন তিনি। ভারতের জাতীয় পতাকা এবং সমর্থকের সঙ্গে আফ্রিদির এ ছবি অনেকের হৃদয় ছুঁয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ছবিটি দ্রুত ভাইরাল হয়। অনেকেই তাঁকে নিয়ে ধন্য ধন্য করতে থাকেন। কেউ কেউ লেখেন জয় হিন্দ। কারও মতে এটাই বুম বুম আফ্রিদি। কারও বক্তব্য ছদ্ম দেশভক্তদের ধরিয়ে দিলেন পাক তারকা। কারও মতে শ্রদ্ধা এভাবেই তৈরি হয়। কেন তিনি বড় মাপের মানুষ, তা আফ্রিদি বুঝিয়ে দিয়েছেন বলে কেউ কেউ জানান।

[বরফের উপর মারকাটারি ব্যাটিং, আল্পসের কোলে বীরু শো]

এর আগে ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ইডেনের দর্শকদের আচরণের প্রশংসা করেছিলেন আফ্রিদি। এরপর পাকিস্তানে ফিরে দেশবাসীদের একাংশের রোষের মুখে পড়তে হয়েছিল প্রাক্তন পাক অধিনায়ককে। এবার ভারতীয় সমর্থকের এই ছবি নিয়ে পাক সমর্থকদের তেমন কোনও নিন্দাজনক পোস্ট নজরে আসেনি। আল্পসের কোলে সুইজারল্যান্ডে চলছে আইস ক্রিকেট চ্যালেঞ্জের আসর। যেখানে শেহবাগ, আফ্রিদি, মাইক হাসি, শোয়েব আখতারদের মতো মহাতারকারা খেলছেন।

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে