২৩ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৭ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

করোনায় আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বিবৃতি দিয়ে জানাল পর্তুগিজ ফুটবল ফেডারেশন

Published by: Abhisek Rakshit |    Posted: October 13, 2020 9:15 pm|    Updated: October 13, 2020 9:15 pm

‌Cristiano Ronaldo tests positive for COVID-19 | Sangbad Pratidin‌‌

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ বিশ্বের অন্যতম ফিট অ্যাথলিটদের মধ্যে তিনি অন্যতম। ৩৫ বছর বয়সেও যে কোনও খেলোয়াড়কে এখনও দৌড়ে পিছনে ফেলে দিতে পারেন। এহেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই (Cristiano Ronaldo) এবার আক্রান্ত হলেন মারণ করোনা ভাইরাসে (Coronavirus)। মঙ্গলবার এমনটাই বিবৃতি দিয়ে জানাল পর্তুগিজ (Portugal) ফুটবল ফেডারেশন। এর আগে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন নেইমার, ইব্রাহিমোভিচের মতো তারকারাও।

মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ায় সুইডেনের (Sweden) বিরুদ্ধে ম্যাচে দেশের জার্সিতে খেলতে পারবেন না পর্তুগিজ সুপারস্টার। সংক্রমিত হলেও উপসর্গহীন সিআর সেভেন। তাই আপাতত তাঁকে ১৪দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেদেশের ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, ‘‌‘‌কোভিড পজিটিভ হওয়ায় পর্তুগালের শিবির থেকে ছেড়ে দেওয়া হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। আপাতত তিনি ১৪দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। এই কারণে সুইডেনের বিরুদ্ধে দেশের জার্সিতে মাঠেও নামতে পারবেন না। তবে তিনি পুরোপুরি উপসর্গহীন আর আপাতত সেলফ আইসোলেশনে রয়েছেন।’‌’

[আরও পড়ুন:‌ শুরু হওয়ার আগেই ধাক্কা!‌ আইএসএলে ফুটবলার, কোচ-সহ করোনা আক্রান্ত আট]

এদিকে, সম্প্রতি করোনা বিধি ভাঙার অভিযোগ উঠেছিল রোনাল্ডো–সহ জুভেন্তাসের বেশ কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে। সম্প্রতি জুভেন্তাসের (Juventus) দুই সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছিলেন। সেকারণে জুভের খেলোয়াড়দের সেলফ আইসোলেশনে (Self Isolation) থাকার কথা ছিল। এর মধ্যে বেশ কয়েকবার তাঁদের করোনা পরীক্ষাও হয়। কিন্তু জানা গিয়েছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পাওলো ডিবালা, জুয়ান কুয়াদ্রাদো (Juan Cuadrado), ড্যানিলো (Danilo) এবং রড্রিগো (Rodrigo Bentancur) নিয়মভঙ্গ করে আগেই সেলফ আইসোলেশন থেকে বেরিয়ে যান। এমনকী অপেক্ষা করেননি শেষ করোনা রিপোর্টেরও। আর তাই এবার বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন তাঁরা। আসলে দেশের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে যে যাঁর জাতীয় শিবিরে যোগ দিতেই তড়িঘড়ি বেরিয়ে যান। স্থানীয় স্বাস্থ্যদপ্তরের আধিকারিক রবার্তো টেস্টি এই প্রসঙ্গে বলেছিলেন, ‘‌‘‌ক্লাব আমাদের জানিয়েছে কয়েকজন খেলোয়াড় আইসোলেশন ভেঙে বাইরে বেরিয়েছেন। আমরা গোটা বিষয়টি আমরা উচ্চতর কর্তৃপক্ষকে জানিয়েছি।’‌’‌

[আরও পড়ুন:‌ গোপনে দলের তথ্য বাজাজকে পাচার করতেন কোচ, দু’‌জনের নামেই মামলা দায়ের মহামেডান কর্তাদের]

এদিকে, প্রিয় তারকার করোনা আক্রান্ত হওয়ার খবরে স্বভাবতই উদ্বেগে বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাঁর ভক্তকুল। অনেকেই প্রিয় তারকার দ্রুত আরোগ্য কামনাও করেছেন ইতিমধ্যে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে