সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেশনস লিগের ফাইনালে এক সমর্থকের মৃত্যু ঘটেছে। জানা যাচ্ছে, স্টেডিয়ামের দ্বিতীয় টিয়ার থেকে পড়ে মৃত্যু ঘটেছে ওই ফুটবলভক্তের। ম্যাচের অতিরিক্ত সময়ে ঘটনাটি ঘটে। উয়েফা থেকে বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি শোকবার্তা জানানো হয়েছে।
নেশনস লিগের ফাইনাল ছিল জার্মানির মিউনিখে। পর্তুগাল ও স্পেনের ম্যাচ নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়। টাইব্রেকারে ইয়ামালদের উড়িয়ে শেষ হাসি রোনাল্ডোর দলের। এই ম্যাচ নিয়ে এমনিতেই যথেষ্ট উত্তেজনা ছিল সমর্থকদের মধ্যে। সেখানে এক ফুটবলভক্তের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
বাভারিয়ান পুলিশের তরফ থেকে বলা হয়েছে, “ম্যাচ চলাকালীন এক ব্যক্তি দ্বিতীয় টিয়ার থেকে নীচের টিয়ারে পড়ে যান। সেখানেই তাঁর মৃত্যু ঘটে। এটাকে দুর্ঘটনা ছাড়া আর কিছু বলার কোনও কারণ নেই।” ওই ব্যক্তি পড়ে যেতেই স্বাস্থ্যকর্মীরা দ্রুত ছুটে আসেন। কিন্তু তাঁদের চেষ্টা বিফলে যায়।
উয়েফার পক্ষ থেকে জানানো হয়েছে, “মিউনিখের আলিয়াঞ্জ এরিনায় একটি দুর্ঘটনা ঘটে। স্বাস্থ্যকর্মীদের চেষ্টা সত্ত্বেও দুর্ভাগ্যজনকভাবে তিনি মারা যান। তাঁর পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। যদিও ওই সমর্থক কোন দেশের ছিল, তা জানানো হয়নি। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, “প্রশ্নোত্তরের আগে আমি প্রয়াত সমর্থকের পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাই। এই ধরনের ঘটনায় বুঝতে পারি, জীবন কতটা গুরুত্বপূর্ণ। অন্যদিকে চ্যাম্পিয়ন পর্তুগালের সদস্য ও ম্যাচের সেরা নুনো মেন্ডেজও বলেন, এই ঘটনার ফলে তাঁদের ট্রফিজয়ের আনন্দ বিস্বাদে পরিণত হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.