Advertisement
Advertisement
KL Rahul

বাবা হওয়ার ছুটি বাতিল? রাহুলের আবেদন খারিজ করে খেলতে নির্দেশ বোর্ডের!

প্রথমে নাকি রাহুলের ছুটি মঞ্জুর করে দিয়েছিল বোর্ড।

BCCI reportedly canceled KL Rahul's leave

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 11, 2025 12:05 pm
  • Updated:January 11, 2025 12:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে এল রাহুলের ছুটি বাতিল করে দিল বোর্ড! সূত্রের খবর, গোটা ইংল্যান্ড সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন তারকা ব্যাটার। প্রথমে নাকি রাজি হয়ে গিয়েছিল বোর্ড। কিন্তু পরে জানিয়ে দেওয়া হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলতেই হবে রাহুলকে।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। আগামী ২২ জানুয়ারি থেকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবেন সূর্যকুমার যাদবরা। তারপর ৬ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দুটো সিরিজ থেকেই সরে দাঁড়াতে চেয়েছিলেন রাহুল। তবে নির্বাচকদের জানান, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান তিনি। উল্লেখ্য, চলতি মাসেই বাবা হতে চলেছেন রাহুল। সম্ভবত সেই কারণেই হয়তো ছুটি চেয়েছিলেন তারকা ক্রিকেটার।

Advertisement

প্রথমে রাহুলের ছুটির আবেদন মঞ্জুর করেছিল বোর্ড। কিন্তু পরে নাকি সিদ্ধান্ত বদল করেছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। রাহুলকে জানিয়ে দেওয়া হয়েছে, ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁকে খেলতে হবে। যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, তার আগে ক্রিকেটারদের ম্যাচ প্র্যাকটিসের প্রয়োজন। বোর্ড সূত্রে খবর, উইকেটকিপার-ব্যাটার হিসাবে ঋষভ পন্থ বা সঞ্জু স্যামসনের থেকেও রাহুলকে এগিয়ে রাখছেন নির্বাচকরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে রেখেই হয়তো প্রথম একাদশ সাজানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, টি-২০তে জাতীয় দলের ভাবনায় রাহুল সেভাবে নেই। কিন্তু ওয়ানডেতে এখনও জাতীয় দলে নিয়মিত খেলেন রাহুল। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ম্যাচ প্র্যাকটিস দেওয়ার জন্যই রাহুলের ছুটি বাতিল করা হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, বাবা হওয়ার জন্য বিরাট কোহলি বা রোহিত শর্মারা ছুটি পেয়েছিলেন। তাহলে রাহুলের বেলায় অন্যথা কেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement