ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলীয় কিংবদন্তি ফুটবলার লুসিমার ফেরেইরা দা সিলভা, ওরফে লুসিও। জানা গিয়েছে, নিজ বাড়িতেই অগ্নিদগ্ধ হয়েছেন তিনি। ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন ২০০২ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের এই ফুটবলার। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সংকটমুক্ত নন। তাঁর শরীরের একাধিক জায়গা পুড়ে গিয়েছে বলে খবর।
হাসপাতাল থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন তিনি। প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা তাঁকে দেওয়া হচ্ছে। আগের থেকে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁকে দেখছেন। তাঁর জ্ঞানও আছে।’ ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে থাকবেন তিনি। হাসপাতালের তরফে তাঁর উপর সবসময় নজর রাখা হচ্ছে, যাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি না ঘটে। লুসিওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও জানানো হয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।
সেই বিবৃতিতে লেখা হয়, ‘লুসিওকে এত মানুষ ভালোবাসেন। তাঁরা সকলে প্রার্থনা করছেন। প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। এই দুঃসময় তাঁরা আমাদের পাশে রয়েছেন। আমরা আশা করব আমাদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবেন না কেউ। তাই তথ্য সরবরাহের ব্যাপারে সকলেই সতর্ক থাকুন। কোনও আপডেট দেওয়ার হলে আমরাই জানাব। আশা করছি, ঈশ্বরের আশীর্বাদে দ্রুত সুস্থ হয়ে উঠবে লুসিও।’
২০১১ সাল পর্যন্ত ব্রাজিল দলের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ ছিলেন লুসিও। বায়ার্ন মিউনিখ এবং ইন্টার মিলানের হয়ে দীর্ঘদিন খেলেছেন। ১০৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। চারটি গোলও করেছেন ব্রাজিলের জার্সি গায়ে। ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার কৃতিত্বও রয়েছে লুসিওর। ২০১৫-১৬ মরশুমে আইএসএলে এফসি গোয়ার হয়েও মাঠে নামতে দেখা গিয়েছিল লুসিওকে। এরই মধ্যে তাঁর অগ্নিদগ্ধের ঘটনা ফুটবল মহলকে উদ্বেগে রেখেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.