Advertisement
Advertisement
Calcutta Football League

কলকাতা লিগে বেরঙিন মহামেডান স্পোর্টিং, কালীঘাট এমএসের কাছে হার সাদা-কালো ব্রিগেডের

আগের ম্যাচেই খিদিরপুরের সঙ্গে ড্র করেছিল মহামেডান।

Calcutta Football League: Kalighat Milan Sangha beats Mohammedan SC
Published by: Arpan Das
  • Posted:July 5, 2024 5:10 pm
  • Updated:July 5, 2024 8:20 pm

মহামেডান স্পোর্টিং: ১ (ইসরাফিল) 
কালীঘাট এমএস: ২ (দোরজি তামাং ২)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন। আই লিগ জিতে ছাড়পত্র পেয়েছে আইএসএল খেলার। কিন্তু চলতি বছরের সিএফএলের (Calcutta Football League) শুরুটা একেবারেই ভালো হয়নি মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan SC)। প্রথম ম্যাচে উয়াড়িকে ৬ গোল দিয়ে লিগ শুরু করেছিল সাদা-কালো ব্রিগেড। কিন্তু তার পরের ম্যাচেই খিদিরপুরের সঙ্গে ড্র। আর এদিন কালীঘাট মিলন সংঘের কাছে ২-১ গোলে হেরে গেলেন তন্ময় ঘোষরা।

Advertisement

প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য গড়ে দেন কালীঘাট এমএসের দোরজি তামাং। মাত্র ৮ মিনিটের একটি ঝড়। তাতেই রংহীন হয়ে গেল মহামেডান। ৩৭ মিনিটে তামাংয়ের দূরপাল্লার শট প্রথম পোস্ট দিয়ে জালে জড়িয়ে যায়। সেই ধাক্কা সামলে কামব্যাক করা তো দূরের কথা। কিছুক্ষণের মধ্যে ফের গোল খেয়ে গেল মহামেডান। দ্রুত গতিতে ওয়ান-টু খেলে বক্সে ঢুকে গেলেন তামাং। ডিফেন্ডারকে গায়ে নিয়েই ডানপায়ের ছোট্ট টোকায় গোল করে গেলেন তিনি।

[আরও পড়ুন: রোহিতদের কাছে হার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার! বিশ্বজয়ের উৎসবে সেয়ানে-সেয়ানে দুই মায়ানগরী]

দ্বিতীয়ার্ধে মহামেডানের ধারাবাহিক আক্রমণ চলতে থাকলেও, গোলের মুখ খুলতে লেগে গেল ৮৩ মিনিট। কর্নার থেকে ভেসে আসা বল কালীঘাট এমএসের রক্ষণের ফাঁক গলে জালে জড়িয়ে দেন  ইসরাফিল। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। তারা শট নিয়েছে ১৬টা। কিন্তু গোলমুখে শট মাত্র ৩। তাতেই বোঝা যায় ভেদশক্তির অভাবে কতটা ধুঁকছে সাদা-কালো বিগ্রেড। বাকিটা বল উড়িয়ে দিলেন কালীঘাটের ডিফেন্ডাররা। আর তালুবন্দি করলেন গোলরক্ষক আকাশ মণ্ডল। প্রায় ৬২ শতাংশ বল পজিশন রেখেও লাভ হল না মহামেডানের। পর পর দুম্যাচ পয়েন্ট খুইয়ে বিপাকে পড়ল তারা।

[আরও পড়ুন: ‘সমর্থকদের জন্য মোহনবাগানে খেলতে আসা’, সবুজ-মেরুনে সই করে বললেন আলবার্তো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement