Advertisement
Advertisement
Champions League

চ্যাম্পিয়ন্স লিগে ৯ গোল বায়ার্নের, এমবাপের গোলে জিতল রিয়াল মাদ্রিদও

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ঢাকে কাঠি পড়তেই চেনা ছন্দে 'বিগ বয়েজ'রা।

Champions League: Liverpool & Real Madrid win, Bayern Munich score nine
Published by: Subhajit Mandal
  • Posted:September 18, 2024 12:45 pm
  • Updated:September 18, 2024 4:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স (Champions League) লিগের ঢাকে কাঠি পড়তেই চেনা ছন্দে ‘বিগ বয়েজ’রা। প্রথম ম্যাচেই প্রতিপক্ষকে ৯ গোলের মালা পরাল বায়ার্ন মিউনিখ। সহজে ম্যাচ জিতল রিয়াল মাদ্রিদ এবং লিভারপুলও।

মঙ্গলবার রাতে বায়ার্ন ডায়নামো জাগ্রেবের মুখোমুখি হয়েছিল। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকে স্রেফ দুরমুশ করে ছেড়ে দিলেন হ্যারি কেনরা। বায়ার্ন জিতল ৯-২ গোলে। একা হ্যারি কেন করলেন ৪ গোল। যার মধ্যে তিনটি আসে পেনাল্টিতে। এ ছাড়া জোড়া গোল করেন মাইকেল এলিস। একটি করে গোল করেন রাফায়েল গেরেরো, লিরয় সানে ও লিয়ন গোরেৎজকা। বায়ার্নই প্রথম দল যারা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এক ম্যাচে ৯ গোল করল।

Advertisement

বায়ার্নের বড় জয়ের দিন স্টুটগার্টের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদও। এদিন রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয়েছে কিলিয়ান এমবাপের। প্রথম ম্যাচেই গোল পেলেন তিনি। ৪৬ মিনিটে তাঁর গোলেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। কিন্তু ৬৮ মিনিটে স্টুটগার্টকে সমতায় ফেরান ডেনিস উনডাভ। রিয়াল ফের এগিয়ে যায় ৮৩ মিনিটে রুডিগারের দুর্দান্ত গোলে। ম্যাচের তৃতীয় গোলটি করেন এনড্রিক। সেটা সংযুক্ত সময়ে। রিয়াল জেতে ৩-১ গোলে।

এদিনের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ অবশ্য ছিল এসি মিলান এবং লিভারপুলের। লিভারপুল এদিন পিছিয়ে থেকেও দুর্দান্ত কামব্যাকে মিলানকে ৩-১ গোলে হারিয়েছে। ম্যাচের ৩ মিনিটেই পুলিসিচের গোলে এগিয়ে যায় এসি মিলান। ২০ মিনিট বাদে লিভারপুলের হয়ে সমতা ফেরান ইব্রাহিম কোনাটে। ৪১ মিনিটে ডিফেন্ডার ভ্যান ডাইকের গোলে এগিয়ে যায় লিভারপুল। ৬৭ মিনিটে ফের গোল করেন ডমিনিক সোবোসলাই। এর আগে জুভেন্তাস পিএসভিকে হারিয়েছে ৩-১ গোলে। অ্যাস্টন ভিলা ৩-০ গোলে জিতেছে ইয়ং বয়েজের বিরুদ্ধে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement