ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএফএ-র ঘোষিত সূচি অনুযায়ী মঙ্গলবার কলকাতা লিগে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে ম্যাচ রয়েছে মহামেডানের। সেই ম্যাচেও যাবে না ডায়মন্ড হারবার। ক্লাবের সহ-সভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়ে জানিয়ে দিয়েছিলাম, সূচি পরিবর্তন না করলে বাকি ম্যাচ খেলতে পারব না। তাই স্বাভাবিকভাবে মঙ্গলবার মাঠে যাওয়ার প্রশ্নই নেই।”
আগেই ডায়মন্ড হারবার সহ-সভাপতি জানিয়েছিলেন, তাঁরা আইনি পথে যাওয়ার জন্য আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন। আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে কলকাতা লিগ নিয়ে তাদের পরবর্তী পদক্ষেপের রূপরেখা স্থির হতে পারে। মঙ্গলবারের ঘরোয়া লিগের ডায়মন্ডহারবার-মহামেডান ম্যাচটি নিয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “আমাদের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার ডায়মন্ড হারবার বনাম মহামেডানের ম্যাচটি হওয়ার কথা রয়েছে। আমরা সেইমতোই প্রস্তুতি নিচ্ছি।”
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচেও ডায়মন্ড হারবার মাঠে উপস্থিত ছিল না। ম্যাচ কমিশনার নিয়ম মেনে ম্যাচের সময় থেকে আধঘণ্টা অপেক্ষা করে মাঠ ছেড়ে চলে যান। সেই রেফারি রিপোর্ট জমা পড়ার কথা আইএফএ-তে। সেই রিপোর্টের উপর ভিত্তি করেই আইএফএর লিগ সাব কমিটি সিদ্ধান্ত নেবে ইস্টবেঙ্গল-ডায়মন্ডহারবার এফসি ম্যাচের ভাগ্য কী হতে চলেছে। মহামেডানের কার্যকরী সভাপতি মহম্মদ কামরুদ্দিন মঙ্গলবারের ম্যাচ নিয়ে বলছেন, “আমাদের কলকাতা লিগের দল ভেঙে অন্য দলে ছেলেরা চলে গিয়েছে। তবে মঙ্গলবার নিয়ম মানার জন্য রিজার্ভ দলের ফুটবলাররা উপস্থিত থাকবে মাঠে। ঘরোয়া লিগের জন্য এতদিন দল ধরে রাখা কঠিন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.