শিলাজিৎ সরকার: কাজটা কঠিন হলেও প্লে অফের আশা বেঁচে রয়েছে ইস্টবেঙ্গলের। সামনেই চেন্নাইয়িনের বিরুদ্ধে ম্যাচ। তার আগে বড় ধাক্কা লাল-হলুদ শিবিরে। চোটের জন্য বাকি মরশুমের জন্য ছিটকে গেলেন ডিফেন্ডার হিজাজি মাহের। গোড়ালির চোটে মরশুম শেষ তাঁর। ক্লাবের তরফ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে।
এমনিতেই চোট সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল। কিছুদিন আগে অনুশীলনে চোট পান হিজাজি। তখনই অনুমান করা গিয়েছিল, তাঁর চোট গুরুতর। সাপোর্ট স্টাফের কাঁধে ভর দিয়ে কোনওমতে মাঠ ছেড়ে বেরোন। বেশ কয়েকটি ম্যাচে নামতে পারেননি জর্ডনের ডিফেন্ডার। শেষ পর্যন্ত চোটে তাঁর বাকি মরশুম শেষ। বুধবার ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল সেই খবর।
চলতি মরশুমে এমনিতেই ছন্দে ছিলেন না হিজাজি। কয়েকটি ম্যাচে তাঁর ভুলে গোল হজম করতে হয়েছে। আবার আনোয়ার আলিও পুরোপুরি ফিট নন। সদ্য রিকভারি শুরু করেছেন। ফলে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর হাতে সেন্ট্রাল ডিফেন্ডারে ইউস্তে ও লালচুংনুঙ্গা ছাড়া আর কোনও বিকল্প নেই। আবার প্রভাত লাকড়া, মহম্মদ রাকিপরা এখনও ম্যাচ ফিট নন। যে কারণে নন্দ কুমারকে সাইড ব্যাকে খেলাতে বাধ্য হচ্ছেন অস্কার।
ইস্টবেঙ্গলের পরের ম্যাচ শনিবার, চেন্নাইয়িনের বিরুদ্ধে। তারপরের ম্যাচ মহামেডানের বিরুদ্ধে। ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১০ নম্বরে দাঁড়িয়ে আছে লাল-হলুদ বাহিনী। এই পরিস্থিতিতে প্লে অফের টিকিট নিশ্চিত করতে হলে ধারাবাহিক ম্যাচ জিততে হবে ইস্টবেঙ্গলকে।
After evaluating Hijazi’s medical reports, we can confirm that the defender will miss the remainder of the season due to a knee injury.
We wish him a speedy recovery! pic.twitter.com/Aqw1T0uLNE
— East Bengal FC (@eastbengal_fc) February 5, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.