প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মরশুমে একটাও ট্রফি আসেনি তাঁবুতে। একঝাঁক বিদেশি নিয়ে দল গড়েও মরশুম শেষে প্রাপ্তি কেবল হতাশা। তাই নতুন মরশুম শুরুর আগে তিন বিদেশিকে দল থেকে ছেঁটে ফেলল ইস্টবেঙ্গল। ক্লাবের তরফ থেকে জানানো হয়, পরের মরশুম থেকে এই তিন ফুটবলারদের বাদ দিয়েই নতুন দল গড়া হবে।
গত মরশুমের ষষ্ঠ বিদেশি হিসাবে লালহলুদ ব্রিগেডে যোগ দেন ডিফেন্ডার হেক্টর ইউসতে। তারপর শীতকালীন ট্রান্সফার উইন্ডো থেকে রাফায়েল মেসি বাউলি এবং রিচার্ড সেলিসকে দলে নেয় লালহলুদ ব্রিগেড। শেষের দুই ফুটবলার বেশ নজর কেড়েছিলেন। তবে দলকে সেভাবে সাফল্য এনে দিতে পারেননি। তাই নতুন মরশুমের আগে তাঁদের বিদায় দিল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার ক্লাবের তরফে তিন ফুটবলারকে ধন্যবাদ দিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়।
উল্লেখ্য, হাজারো সমস্যার মধ্যেও এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল ইস্টবেঙ্গল। আইএসএলে এক মরশুমে ইস্টবেঙ্গল সর্বোচ্চ পয়েন্টও পেয়েছিল। সেখানে তিন বিদেশির অবদান থাকলেও তাঁদের আর রাখতে চাইছে না ক্লাব। যদিও এই ‘সাফল্যে’র জন্য কোচ অস্কার ব্রুজোর মেয়াদ একবছর বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, প্রত্যেকবার ব্যর্থ হওয়ার পর এই মরশুমে প্লে অফ খেলার জন্য শুরু থেকেই ঠিকভাবে এগোতে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। গতবার শুরুতেই টানা ছ’টা ম্যাচে হেরে গিয়ে প্লে অফের দৌড় থেকে ছিটকে যায় ইস্টবেঙ্গল। এবার তাই শুরু থেকেই সতর্ক ইস্টবেঙ্গল। চারজন বিদেশি নিয়ে খেলা শুরু করলে, ফের এই বছরেও শুরুতে দল পিছিয়ে পড়তে পারে, এই ভাবনা থেকেই ঠিক হয়েছে, ৬ জন বিদেশি নিয়েই আইএসএলে খেলা শুরু করবে ইস্টবেঙ্গল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.