Advertisement
Advertisement

Breaking News

পিয়ারলেসের বিরুদ্ধে শীর্ষস্থান দখলের লড়াই, ইস্টবেঙ্গলের চিন্তায় ক্রোমা

স্ট্র‌্যাটেজি মিটিং করলেন আলেজান্দ্রো।

East bengal to face pearless today
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 9, 2019 10:38 am
  • Updated:September 9, 2019 10:59 am

স্টাফ রিপোর্টার: জুয়ানকে নিয়ে হাতে ফুটবলার ২৬। তাতে কী? লিগের পাঁচটা ম্যাচে সবাইকে দেখে নিয়েছেন ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রো। তাই আজ, সোমবার পিয়ারলেসের বিরুদ্ধে মাঠে কী দল নামাবেন, তা নিয়ে ধন্দে ফুটবলাররা। তার উপর ম্যাচের আগেরদিন প্র‌্যাকটিস হল না। রাজারহাটের এক হোটেলে ফুটবলারদের নিয়ে জিম সেশন, স্ট্র‌্যাটেজি মিটিং করলেন আলেজান্দ্রো। বলছেন, এসব আই লিগের প্রস্তুতির জন্যই।

[আরও পড়ুন: ঘরোয়া লিগে জর্জের চ্যালেঞ্জ, নিজেদের মাঠে প্রথম জয়ের খোঁজে মোহনবাগান]

ঘরোয়া লিগে ডার্বি বাদ দিলে সোমবার কঠিন প্রতিদ্বন্দ্বীর সামনে ইস্টবেঙ্গল। তাদের মতো পিয়ারলেসেরও পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট। তাই সোমবার ঠিক হয়ে যাবে, আপাতত লিগ টেবিলে শীর্ষে কারা। ক্রোমা, এডমন্ডদের নিয়ে গড়া পিয়ারলেস মোহনবাগানকে হারিয়েছে ৩-০ গোলে। যা অন্য দলগুলিকে ভয় পাইয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। পিয়ারলেস কোচ জহর দাস সেই ম্যাচকে এদিন টেনে আনলেন না। বললেন, “আমার মনে হয়, মোহনবাগান ইস্টবেঙ্গলের থেকে ভাল। ওরা যে সময় তিন গোল খেয়েছিল, তখন ওরা তৈরি ছিল না। তাই সেই ম্যাচের সঙ্গে একটা ইস্টবেঙ্গলের তুলনা চলে না।”

Advertisement

এবার পিয়ারলেসের খেলা দেখেছেন আলেজান্দ্রো। ক্রোমার পারফরম্যান্স চোখ এড়ায়নি। টিম মিটিংয়ে ক্রোমা নিয়ে আলোচনা হল। তাঁকে নিয়ে কাটল অনেকটা সময়। পিয়ারলেস কোচ জহর দাস সমস্যায় তিন বিদেশি নিয়ে। মাঠের বাইরে অ্যান্টনি উলফ। স্ট্রাইকারে ক্রোমা। মিডফিল্ডে এডমন্ড। ডিফেন্সে কালোনদের বসিয়ে উলফকে দলে আনা যাচ্ছে না। যদিও আলেজান্দ্রোর একটা সুবিধা আছে। তিন বিদেশি বাছছেন ছ’জনের মধ্যে থেকে। ইস্টবেঙ্গলের কোচের ইচ্ছে, সোমবার জুয়ানকে খেলানো। ৯০ মিনিট খেলার জায়গায় তিনি নেই। প্রতিপক্ষ পিয়ারলেস হওয়ায় ডিফেন্সের সঙ্গে সেন্ট্রাল মিডফিল্ডে জোর দিতে হচ্ছে। ইচ্ছে থাকলেও জুয়ানকে শুরুতে আনা সমস্যা।

Advertisement

[আরও পড়ুন: চলতি মরশুম শেষেই বার্সা ছাড়তে পারেন মেসি, ইঙ্গিত ক্লাব প্রেসিডেন্টের]

তবে পিয়ারলেসের থেকেও আলেজান্দ্রোর ভয় বেশি নিজেদের মাঠ। যদি ম্যাচের আগে বৃষ্টি হয়, তাহলে ম্যাচে কাদার মধ্যে কী ভাবে পাসিং ফুটবল হবে? একই কথা পিয়ারলেস কোচ জহর দাসের। বললেন, “আমার দল ড্র-এর জন্য খেলে না। সোমবার ইস্টবেঙ্গলকে হারাতেই মাঠে নামব। কিন্তু সেই মাঠ না শেষে আবার বড় সমস্যা হয়ে দাঁড়ায়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ