Advertisement
Advertisement

Breaking News

IFA

ডায়মন্ড হারবারের আবেদনে সাড়া, ইস্টবেঙ্গলকে কলকাতা লিগ চ্যাম্পিয়ন ঘোষণায় স্থগিতাদেশ আদালতের

আবারও অথৈ জলে ঘরোয়া লিগের ভবিষ্যৎ।

IFA can not announce East Bengal as CFL champion
Published by: Subhajit Mandal
  • Posted:February 19, 2025 6:50 pm
  • Updated:February 19, 2025 7:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনই কলকাতা লিগের চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না ইস্টবেঙ্গলকে। ডায়মন্ড হারবারের আবেদনের ভিত্তিতে আইএফএ-কে নির্দেশ দিল আলিপুর আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৯ মার্চ পর্যন্ত লিগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে পারবে না আইএফএ। ফলে আবারও অথৈ জলে ঘরোয়া লিগের ভবিষ্যৎ।

গত ১৫ ফেব্রুয়ারিতে কিশোরভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নির্ধারিত সূচি মেনে ম্যাচ খেলতে যায়নি ডায়মন্ড হারবার। ক্লাবের তরফে আইএফএকে আগেই জানানো হয়েছিল, আই লিগ টু’র খেলা থাকার দরুণ ওই দিন ম্যাচ খেলা তাঁদের পক্ষে সম্ভব নয়। সূচি বদলে অন্য সময় ম্যাচের আয়োজন করুক আইএফএ। কিন্তু সেই আবেদন গ্রাহ্য হয়নি। ফলে নির্ধারিত দিনে ইস্টবেঙ্গল মাঠে নামলেও ডায়মন্ড হারবার মাঠে নামেনি। মঙ্গলবার মহামেডানের সঙ্গেও একই যুক্তিতে খেলতে নামেনি ডায়মন্ড হারবার এফসি।

Advertisement

এই দুই ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণ করতে ২০ ফেব্রুয়ারি আইএফএ-র লিগ সাব কমিটির বৈঠক ডাকেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ওই বৈঠকেই দুটি ম্যাচ এবং লিগের ভাগ্য নির্ধারণ হওয়ার কথা। এদিকে ডায়মন্ড হারবার এফসি আইএফএ-র বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয়। আলিপুর আদালতে ডায়মন্ড হারবারের তরফে আবেদন জানানো হয়। ডায়মন্ড হারবার এফসি আদালতে দাবি করে, তাঁদের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য প্রস্তুতির সময় দেওয়া হয়নি। আদালত প্রাথমিকভাবে এই আবেদন খতিয়ে দেখার পর আপাতত লিগের ফলাফল ঘোষণায় স্থগিতাদেশ দিয়েছে।

আলিপুর আদালতের বিচারকের পর্যবেক্ষণ, “প্রাথমিকভাবে মনে হচ্ছে ডায়মন্ড হারবারকে ম্যাচ খেলার উপযুক্ত সুযোগ দেওয়া হয়নি। সেটা তাঁদের অংশগ্রহণের অধিকার ক্ষুণ্ন করা।” এ বিষয়ে সব পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আদালতের নির্দেশ আগামী ১৯ মার্চ পর্যন্ত লিগ নিয়ে কোনওরকম সিদ্ধান্ত নেওয়া যাবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement