স্টাফ রিপোর্টার: জামশেদপুর এফসি ম্যাচে প্রচুর গোল মিস। প্রায় জেতা ম্যাচ হাতছাড়া হয়েছে। কিন্তু এতে এখনই হতাশায় ডুবতে নারাজ মোহনবাগান কোচ জোসে মোলিনা। বরং আক্রমণভাগের ফুটবলারদের এই মনোভাবের চেন্নাইয়িন এফসি ম্যাচের আগে প্রশংসাই করছেন মোলিনা।
রবিবার ইস্টবেঙ্গলকে হারানোর সুবাদে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মানোলো মারকুইজের এফসি গোয়া। শীর্ষে থাকা মোহনবাগানের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা গোয়ার পয়েন্টের তফাত ৬। আর মঙ্গলবার যাদের বিরুদ্ধে নামতে চলেছেন জেমি ম্যাকলারেনরা, সেই চেন্নাইয়ের সঙ্গে পয়েন্টের তফাত ১৯। চেন্নাইয়িন রয়েছে টেবিলের দশম স্থানে।
চোটের জন্য আগের ম্যাচেও ছিলেন না আশিক কুরুনিয়ান ও সাহাল আব্দুল সামাদ। আশিককে এই ম্যাচেও চেন্নাই নিয়ে যাওয়া হল না। সবকিছু ঠিকঠাক চললে জামশেদপুর ম্যাচের দলটাকেই এই ম্যাচে শুরু করাতে পারেন মোলিনা। চেন্নাইয়িন এফসি এই ম্যাচে পাবে না কোচ আওয়েন কোলেকে। চেন্নাইয়িনের সবথেকে সমস্যার জায়গা তাদের রক্ষণভাগ। সেই রক্ষণভাগের গুরুত্বপূর্ণ ফুটবলার লালদিনপুইয়াকে তারা পাচ্ছে না এই ম্যাচে। তাঁর জায়াগায় ডিফেন্ডার প্রীতম কোটালকে খেলানোর সম্ভাবনা প্রবল। চেন্নাইয়িনের রক্ষণের এই দুর্বলতাকেই কাজে লাগাতে চান মোহনবাগান কোচ মোলিনা। যদিও প্রতিপক্ষকে যথেষ্টই সমীহ করছেন তিনি। মোলিনা বলেন, “ওরা যথেষ্টই শক্তিশালী দল। এটা হয়ত সত্যি রক্ষণের দোষে গোল খেতে হচ্ছে ওদের। আমাদের জন্য কাজটা কখনওই সহজ হবে না।”
আজ আইএসএলে
চেন্নাইয়িন এফসি বনাম মোহনবাগান
জওহরলাল নেহরু স্টেডিয়াম
চেন্নাই, সন্ধ্যা ৭.৩০ স্পোর্টস ১৮ নেটওয়ার্ক
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.