Advertisement
Advertisement
Sunil Chhetri

বয়স একটা সংখ্যামাত্র! ৪০ বছরে হ্যাটট্রিক করে আইএসএলে ইতিহাস ‘তরুণ’ সুনীল ছেত্রীর

এই জয়ের ফলে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে উঠল বেঙ্গালুরু।

ISL 2024: Bengaluru FC's Sunil Chhetri becomes the oldest player to score hat-trick in ISL

সুনীল ছেত্রী। ছবি: আইএসএল সোশাল মিডিয়া।

Published by: Arpan Das
  • Posted:December 8, 2024 10:16 am
  • Updated:December 8, 2024 10:16 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চল্লিশ পেরোলেই চালশে! অন্তত সুনীল ছেত্রীর জন্য নয়। শনিবার ঘরের মাঠে তাঁর হ্যাটট্রিকে ভর করেই কেরালা ব্লাস্টার্সকে ৪-২ গোলে হারাল বেঙ্গালুরু এফসি। আইএসএলের ইতিহাসে বয়স্কতম ফুটবলার হিসাবে হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন সুনীল। এই জয়ের ফলে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে উঠল বেঙ্গালুরু।

চলতি বছরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন সুনীল। তাঁর বিকল্প যে খুঁজে পাওয়া যায়নি, তা ভারতের প্রতি ম্যাচেই চোখে পড়ে। অন্যদিকে ক্লাবের জার্সিতে আগুনে ফর্মে আছেন তিনি। আট গোল করে সুনীলই চলতি লিগে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ গোলের মালিক। ম্যাচ শেষে বেঙ্গালুরুর সহকারী কোচ রেনেডি সিং বলেই গেলেন, “ভারতীয় ফুটবলের জন্য ছেত্রী যা করেছে, তার কোনও তুলনা নেই। এখন ও মনের আনন্দে ফুটবল খেলে। আর তার ফল কী হয়, সেটা তো চোখের সামনেই দেখলাম।”

Advertisement

কান্তিরাভায় ম্যাচও হল রুদ্ধশ্বাস। ৮ মিনিটের মাথায় শিকারী বাঘের মতো বলে মাথা ছুঁইয়ে গোল করেন ছেত্রী। ৩৮ মিনিটে বেঙ্গালুরুকে ফের এগিয়ে দেন রায়ান উইলিয়ামস। তবে দ্বিতীয়ার্ধে জেসুস জিমেনেজ ও ফ্রেডির গোলে সমতা ফেরায় কেরালা। কিন্তু নাটক তখনও বাকি ছিল। আর বাকি ছিল ছেত্রীর ম্যাজিক। ৭৩ মিনিটে বেঙ্গালুরুকে এগিয়ে দেন তিনি। পেরেরা দিয়াজের পাস থেকে গোল করেন ছেত্রী। আর হ্যাটট্রিকের গোল এল ৯৮ মিনিটে। কেরালার ডিফেন্ডারদের অনায়াসে বোকা বানিয়ে জালে বল জড়িয়ে দেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

গোটা স্টেডিয়াম জুড়ে তখন ‘সুনীল, সুনীল’ জয়ধ্বনি। ম্যাচের পর সমর্থকদের উদ্দেশ্যে ভাইকিং ক্ল্যাপ দেন বেঙ্গালুরুর ফুটবলাররা। তার পর খুদে সমর্থকদের হাতে জার্সি তুলে দিয়ে মনও জয় করে নেন সুনীল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement