Advertisement
Advertisement
Kolkata Derby

‘প্রতি ম্যাচে একই ঘটনা’, ডার্বি হেরে রেফারিকে দুষলেন অস্কার, আরও গোলের আশা ছিল মোলিনার

আইএসএলের ডার্বিতে দ্রুততম গোল করা ম্যাকলারেনও মনে করেন, ৪ গোল করতে পারত মোহনবাগান।

ISL 2024: East Bengal coach Oscar Bruzon and Mohun Bagan coach Jose Molina opens up after Kolkata Derby
Published by: Arpan Das
  • Posted:January 11, 2025 10:34 pm
  • Updated:January 11, 2025 10:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলের ফিরতি ডার্বি হেরে রীতিমতো ক্ষিপ্ত ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো। সৌভিকের লাল কার্ড, পেনাল্টি না পাওয়া, ম্যাচের পর সব নিয়ে সুর চড়ালেন তিনি। অন্যদিকে আক্ষেপ মোহনবাগান কোচ জোসে মোলিনার গলায়। তাঁর স্পষ্ট স্বীকারোক্তি, দশজনের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আরও বেশি গোল করা উচিত ছিল। একই সুর শোনা গেল সবুজ-মেরুন স্ট্রাইকার জেমি ম্যাকলারেনের গলাতেও।

ম্যাচের দুমিনিটের মধ্যে মোহনবাগানকে এগিয়ে দিয়েছেন ম্যাকলারেন। ইস্টবেঙ্গল অবশ্য পালটা লড়াই করে। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে বক্সের মধ্যে হাতে বল লাগে আপুইয়ার। কিন্তু পেনাল্টির নির্দেশ দেননি রেফারি ভেঙ্কটেশ। ৬৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান সৌভিক। ইস্টবেঙ্গলের প্রত্যাবর্তনের আশা কার্যত ওখানেই শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ম্যাকলারেনের একমাত্র গোলেই জয় পেল মোহনবাগান।

Advertisement

ম্যাচের পর ক্ষোভ উগড়ে দিলেন অস্কার। তিনি বলেন, “প্রতি ম্যাচে একই ঘটনা ঘটছে। আমরা হয় লাল কার্ড দেখে দশজনে খেলছি। নয়তো পেনাল্টি থেকে বঞ্চিত হচ্ছি। আজও দুটো পেনাল্টি পাওয়া উচিত ছিল। তাতেও দল যা খেলেছে, আমার গর্বিত হওয়া উচিত ছিল। কিন্তু ম্যাচের ফলে আমি হতাশ। তাছাড়া প্রতি ম্যাচে কেউ না কেউ ভুল করছেই। তবু আমি প্লেয়ারদের পাশে আছি।” সেই সঙ্গে তিনি হতাশা প্রকাশ করলেন প্লেয়ার চোট-আঘাত নিয়েও। সুপার সিক্সে ওঠার আশাও আর প্রায় নেই বললেই চলে। অস্কারের বক্তব্য, সেই নিয়ে ভেবে চিন্তা বাড়াতে চান না। 

অন্যদিকে লিগ শীর্ষে মোহনবাগান। বেঙ্গালুরুর থেকে আট পয়েন্ট এগিয়ে মোলিনার দল। আরও একটা ক্লিনশিট। কিন্তু ম্যাচের পর সেই উচ্ছ্বাসহীন দেখাল তাঁকে। মোলিনা জানেন কাজ শেষ হয়নি। তাছাড়া দশজনের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আরও গোল করা উচিত ছিল মনে করেন তিনি। ম্যাচের পর মোলিনার বক্তব্য, “আমি খুশি। সকলেই ভালো খেলেছে। তবে আমাদের আরও ভালো করা উচিত ছিল। একজন প্লেয়ার বেশি থাকার সুবিধা নিয়ে বক্সের মধ্যে আরও নিখুঁত হওয়া দরকার ছিল। আরও গোল করতে হত। কিন্তু আমাদের কাজ শেষ হয়নি। এখনও লড়াই চালিয়ে যেতে হবে আমাদের।” কোচের কথার সুর শোনা গেল ম্যাকলারেনের কণ্ঠেও। তাঁর মতে, ৪ গোল মারতে পারত মোহনবাগান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement