Advertisement
Advertisement
ISL 2024

ডার্বির প্রস্তুতিতে নামছে ইস্টবেঙ্গল, মহামেডানের চিন্তা জোসেফের চোট

থিম্পুতে চেনা ছন্দ খুঁজে পেয়েছেন তালাল, দিমিত্রিয়সরা। অন্যদিকে জোসেফকে সুস্থ করে তোলার চেষ্টা করছে মহামেডান।

ISL 2024: East Bengal is starting practice for Mohammedan Derby
Published by: Arpan Das
  • Posted:November 4, 2024 1:58 pm
  • Updated:November 4, 2024 1:58 pm  

স্টাফ রিপোর্টার : সদ্যই এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে দল। তবে এখন সবে কাজটা শুরু হয়েছে বলে মনে করছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। আসলে এএফসি-তে যত ভালো পারফরম্যান্সই হোক না কেন, আইএসএলে পয়েন্ট টেবলের তলায় পড়ে রয়েছে লাল-হলুদ। লিগে তারাই একমাত্র দল যারা জয়ের দেখা তো পরের কথা, একটা পয়েন্টও পায়নি। ছয় ম্যাচ পরেও তাই তাদের ভাঁড়ার শূন্য। আর এই ছবিটা বদলের কাজটা ৯ নভেম্বরের মহামেডান ম্যাচ দিয়েই শুরু করতে চাইছেন কোচ অস্কার। শনিবার ক্লাব তাঁবু ছাড়ার আগে বলছিলেন, “মহামেডান ম্যাচের আগে কিছুটা সময় আছে। সেটা কাজে লাগাতে হবে।” লিগে নিজেদের দ্বিতীয় ডার্বিতে নামার প্রস্তুতি সোমবার থেকেই শুরু করছে ইস্টবেঙ্গল। সোমবার বিকালে ক্লাবের মাঠে ফের শুরু হচ্ছে মাদিহ তালাল, দিমিত্রিয়স দিয়ামান্তাকসদের অনুশীলন। সেখানেই বোঝা যাবে হেক্টর ইউস্তের চোটের ঠিক কী অবস্থা। তবে ডার্বিতে তিনি খেলবেন বলেই মনে করছে দল।

তবে থিম্পুতে চেনা ছন্দ খুঁজে পেয়েছেন তালাল, দিমিত্রিয়সরা। মহামেডান ম্যাচের আগে যা ইতিবাচক লাল-হলুদ শিবিরে।

Advertisement

অন্যদিকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে কি খেলতে পারবেন মহামেডানের রক্ষণের অন্যতম ভরসা জোসেফ আদজেই? চোটের জন্য হায়দরাবাদ এফসি ম্যাচে খেলতে পারেননি। সেই ম্যাচে ভরাডুবি হয়েছে দল। হায়দরাবাদের কাছে চার গোল খেতে হয়েছে আন্দ্রে চেরনিশভের ছেলেদের। এর পর পায়ের গোড়ালির সেই চোট সারিয়ে অনুশীলনে যোগ দিলেও অনুশীলনেই আবার চোট পান জোসেফ। হায়দরাবাদ এফসি ম্যাচের পর বেশ কিছুদিন মহামেডানের ম্যাচ না থাকলেও এই মুহূর্তে দলের সঙ্গে অনুশীলন করতে পারছেন না তিনি। আর ইস্টবেঙ্গল ম্যাচে যদি সত্যি তিনি না খেলেন তাহলে রক্ষণ নিয়ে যথেষ্টই চাপে পড়তে হবে মহামেডানকে। তবে মহামেডান ফুটবলারটির এমআরআই হয়েছে। সেই রিপোর্ট হাতে পেলে তবে কোচ কর্তারা বুঝতে পারবেন চোটের অবস্থা। মহামেডান ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস বলেন, “এখনও আদজেইর চোট সম্পর্কে পুরোপুরি বলতে পারছি না। আজও অনুশীলন করেনি। রিপোর্ট হাতে পেলে চূড়ান্তভাবে বলতে পারব ওর অবস্থা।”

তবে এখনও ইস্টবেঙ্গল ম্যাচ বেশ কয়েকদিন বাকি। জোসেফকে সুস্থ করে তোলার চেষ্টা চলছে। এদিন আবার ম্যাচ প্র্যাকটিসের জন্য একটি প্রস্তুতি ম্যাচ খেলেন ফ্রাঙ্কোরা। বারাকপুর স্টেডিয়ামে কলকাতা লিগে খেলা ফুটবলারদের নিয়ে গড়া একটি দলের বিরুদ্ধে এই ম্যাচে মহামেডান জিতল ৭-০ গোলে। আইএসএলে গোল না পেলেও এদিনের প্রস্তুতি ম্যাচে গোল পেলেন ফ্রাঙ্কা। এই ম্যাচে রোটেশন পদ্ধতিতে সব ফুটবলারকেই খেলিয়ে দেখেছেন আন্দ্রে চেরনিশভ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement