Advertisement
Advertisement
Mohun Bagan

স্টুয়ার্টদের ছাড়াই অ্যাওয়ে ম্যাচে মোহনবাগান, কেরালার বিরুদ্ধে জয় নিয়ে আত্মবিশ্বাসী মোলিনা

লিগ শিল্ড জয়ের ম্যাজিক ফিগারের দিকে নজর না দিয়ে একটি করে ম্যাচে ফোকাস করতে চান মোলিনা।

ISL 2024: Mohun Bagan coach Jose Molina is confident to win over Kerala Blasters

কেরালার বিরুদ্ধে মোহনবাগানের ভরসা জেমি-কামিংস জুটি। ছবি- অমিত মৌলিক

Published by: Arpan Das
  • Posted:February 14, 2025 4:26 pm
  • Updated:February 14, 2025 4:26 pm  

স্টাফ রিপোর্টার: লিগ টেবলের অষ্টম স্থানে থাকা একটা দল। সেই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে রবিবার নামতে চলেছে মোহনবাগান। সবুজ মেরুন ব্রিগেড এই মুহূর্তে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শুধুই লিগ টেবলের শীর্ষে থাকাই নয়, লিগ শিল্ড জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছেন জেসন কামিংসরা। যদিও এমন পরিস্থিতিতে একটু বেশিই সতর্ক হয়ে পড়েছেন মোহনবাগান কোচ হোসে মোলিনা। তার একটাই কারণ, এত কাছ থেকে এসে আর ভুল করতে চাইছেন না তিনি। তাই লিগ শিল্ড নিয়ে অতিরিক্ত চর্চা না করে লিগের বাকি চারটি ম্যাচকে খুবই গুরুত্ব দিচ্ছেন মোলিনা। যদিও কেরালার বিরুদ্ধে কার্ড সমস্যার জন্য নেই গ্রেগ স্টুয়ার্ট। চোটের জন্য নেই আশিস রাই, সাহাল আব্দুল সামাদরাও। তিন গুরুত্বপূর্ণ ফুটবলার না থাকা নিয়ে খুব একটা চিন্তিত নন মোহনবাগান কোচ।

ইতিমধ্যেই ম্যাজিক ফিগার নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। কত পয়েন্ট পেলে জেমি ম্যাকলারেনরা লিগ শিল্ড জিতবেন, এই প্রশ্ন উঠলেই সযত্নে এড়িয়ে যাচ্ছেন মোলিনা। শুধু বলছেন, ম্যাজিক ফিগারের দিকে নজর না দিয়ে আপাতত একটি একটি করে ম্যাচে ফোকাস করতে চান। তিনি বলছেন, “আমি জানি না ম্যজিক ফিগার কত। শুধু জানি কেরালা ম্যাচটা জিতলে শিল্ডের আরও সামনে এগিয়ে যাওয়া যাবে। তবে এখনও আমাদের সতর্ক থাকতে হবে।” অনুশীলনে দেখা যায়নি সাহাল আব্দুল সামাদ ও আশিস রাইকেও। দলের গুরুত্বপূর্ণ ফুটবলার আশিক কুরুনিয়ান বলছেন, লিগ শিল্ড জিততে গেলে এখনও দুটি জয় প্রয়োজন। তাঁর বক্তব্য, “এখনও আমরা লিগ শিল্ড জিতছি বলতে পারব না। তার জন্য আরও দুটো জয় প্রয়োজন। যেভাবে আগের ম্যাচগুলো খেলেছি, ঠিক একইভাবে আমরা বাকি ম্যাচগুলো খেলতে চাই।”

Advertisement

আশিক গতবার চোটের জন্য মাঠের বাইরে ছিলেন। এবার চোট কাটিয়ে ফিরলেও এখনও পর্যন্ত পুরো ফিট হয়ে নিজেকে পুরনো ফর্মে মেলে ধরতে পারেননি তিনি। যদিও তাঁর আশা, ধীরে ধীরে নিজেকে ফের পুরনো ফর্মে ফিরে পাবেন। অবশ্য পুরোদমেই প্র্যাকটিস করলেন অনিরুদ্ধ থাপা। যদিও কেরালার বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা কম। অ্যাওয়ে ম্যাচ খেলতে শুক্রবার কোচি যাচ্ছে মোহনবাগান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement