Advertisement
Advertisement
Mohun Bagan

নড়বড়ে রক্ষণ, নতুন কোচ, খেতাব রক্ষার লড়াইয়ে কতটা প্রস্তুত মোহনবাগান?

ভারতীয় ফুটবলে গত এক-দেড় দশকের সবচেয়ে সফল ক্লাবগুলির মধ্যে মোহনবাগান।

ISL 2024: Mohun Bagan team profile, weaknesses and strength
Published by: Subhajit Mandal
  • Posted:September 12, 2024 9:32 pm
  • Updated:September 12, 2024 9:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ফুটবলে গত এক-দেড় দশকের সবচেয়ে সফল ক্লাবগুলির মধ্যে মোহনবাগান। গত মরশুমেও ডুরান্ড কাপ এবং আইএসএল লিগ শিল্ড জিতেছে সবুজ-মেরুন শিবির। কিন্তু নতুন মরশুমে বদলে গিয়েছে অনেক কিছু। হাবাসের বদলে কোচ হিসাবে এসেছেন জোসে মোলিনা। আনোয়ার আলি বিতর্কিত পরিস্থিতিতে ক্লাব ছাড়ায় রক্ষণের ফাঁকফোকর প্রকাশ্যে চলে আসছে। এই পরিস্থিতিতে এই মরশুমে গত বছরের সাফল্যের পুনরাবৃত্তি করতে পারবে সবুজ-মেরুন শিবির?

শক্তি: গত মরশুমে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। সে অর্থে দলে কোনও দুর্বলতা চোখে পড়েনি। বিশেষ করে আক্রমণভাগ বেশ শক্তিশালী ছিল সবুজ-মেরুন শিবিরের। সেই সঙ্গে এবার যোগ হয়েছেন জেমি ম্যাকলারেন। কামিন্স, পেত্রাতোসরা তো আছেনই। মোহনবাগানের অন্যতম শক্তি প্রথম সারির ভারতীয় ফুটবলারের উপস্থিতি। সাহাল, আপুইয়া, মনবীর, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, কে নেই! সেই সঙ্গে রয়েছে বিশালের সুরক্ষিত দস্তানাও।

Advertisement

[আরও পড়ুন: এক ঝাঁক নয়া তারকা, সঙ্গে কুয়াদ্রাতের মগজাস্ত্র, নতুন মরশুমে ভেলকি দেখাবে ইস্টবেঙ্গল?]

দুর্বলতা:
এই মরশুমে মোহনবাগানকে সবচেয়ে বেশি ভোগাতে পারে রক্ষণ। আনোয়ার আলি ছেড়ে যাওয়ার পর মোহনবাগানের দেশি সেন্টার ব্যাক বলতে অনভিজ্ঞ দীপেন্দু বিশ্বাস। বিশ্রী ফর্মে শুভাশিস বসুও। দুই বিদেশি ডিফেন্ডারও নিজেদের সেরাটা এখনও দেখাতে পারেননি। এর বাইরে আরও একটি দুর্বলতা রয়েছে মোহনবাগানের। সেটা হল মাঝমাঠে অতিরিক্ত ভারতীয় ফুটবলার নির্ভরতা। গত মরশুমে জনি কাউকো ফুল ফুটিয়েছিলেন। এবার কাউকোর মতো অভিজ্ঞ মিডফিল্ডারের অভাব ভোগাতে পারে সবুজ-মেরুনকে।

[আরও পড়ুন: সামনে ১০ টেস্ট, কোন অঙ্কে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে পারে ভারত?]

কোচ: জোসে মোলিনা
নজরকাড়া কোন কোন ভারতীয়?
বিশাল কাইথ, সাহাল আবদুল সামাদ, আপুইয়া

প্রথম ম্যাচ: ১৩ সেপ্টেম্বর, মুম্বই সিটি এফসির বিরুদ্ধে, যুবভারতীতে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement