Advertisement
Advertisement

Breaking News

Mohun Bagan

আইএসএলে ‘অশ্বমেধের ঘোড়া’ মোহনবাগানের সামনে জামশেদপুর, জয় নিয়ে আত্মবিশ্বাসী মোলিনা

অনিরুদ্ধ এবং আশিকের পাশাপাশি জামশেদপুর ম্যাচে নেই সাহাল আবদুল সামাদও। সেক্ষেত্রে সাহালের বদলে মাঝমাঠে খেলতে পারেন দীপক টাংরি।

ISL 2024: Mohun Bagan will face Jamshedpur FC in Indian Super League
Published by: Arpan Das
  • Posted:January 17, 2025 1:26 pm
  • Updated:January 17, 2025 1:26 pm  

স্টাফ রিপোর্টার: আইএসএলে রীতিমতো অশ্বমেধের ঘোড়া হয়ে ছুটছে মোহনবাগান। ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগের অন্য দলগুলির ধরাছোঁয়ার প্রায় বাইরেই চলে গিয়েছে সবুজ-মেরন শিবির। তবে টানা দ্বিতীয়বার শিল্ড জয়ের ক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে চাইছেন না কোচ জোসে মোলিনা। তাই শুক্রবার জামদেশপুর এফসি ম্যাচের আগে বেশ সতর্ক তিনি। সঙ্গে মোহনবাগানও।

বৃহস্পতিবার সকালে যুবভারতীতে অনুশীলন করে দুপুরে বাসে জামশেদপুর গিয়েছে মোহনবাগান। লিগ টেবল অনুযায়ী লড়াইটা এক বনাম চার। তবে সেই তথ্য নিয়ে বাড়তি ভাবতে নারাজ মোলিনা। কারণ শেষ তিন ম্যাচে কেরালা ব্লাস্টার্স, বেঙ্গালুরু এফসি এবং মুম্বই সিটি এফসি-র মতো প্রতিপক্ষকে হারিয়েছে জামশেদপুর। তাছাড়া এবার ঘরের মাঠে খালিদ জামিলের দল মাত্র একটা ম্যাচ হেরেছে। আট ম্যাচের মধ্যে জিতেছে সাতটিই। সবুজ-মেরুনের মুখোমুখি হওয়ার আগে খালিদও উল্লেখ করছেন ঘরের মাঠে তাঁদের পারফরম্যান্সের কথা। তিনি বলেছেন, “সমর্থকদের সামনে আমরা সবসময়ই তিন পয়েন্টের লক্ষ্যে লড়াই করি। দল যদি ফোকাস ধরে রাখতে পারে, তবে না জেতার কোনও কারণ নেই।” স্বাভাবিকভাবেই নিজেদের অ্যাওয়ে ম্যাচ নিয়ে সতর্ক মোলিনা। তাঁর বার্তা, “নিজেদের গড়ে জামশেদপুর অপ্রতিরোধ্য। মাত্র একটা হোম ম্যাচ হেরেছে, জিতেছে বাকিগুলি। তাই ওদের বিরুদ্ধে জিততে নিজেদের সেরা পারফরম্যান্স করতে হবে। ম্যাচটা সহজ হবে না আমাদের।” তবে এই ম্যাচে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মোলিনা।

Advertisement

অবশ্য মোলিনা আত্মবিশ্বাসী হবেন নাই বা কেন? তেমন একটা ভালো না খেললেও শেষ ম্যাচে ডার্বি জিতেছে সবুজ-মেরুন। তার উপর গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাতোসরা পুরো ম্যাচ খেলার জন্য তৈরি। ডার্বিতেও মাঠে নেমেছিলেন তাঁরা। যা নিয়ে মোলিনার বক্তব্য, “অনিরুদ্ধ সম্ভবত আরও কয়েকটা ম্যাচ খেলতে পারবে না। তবে দিমিত্রি আর গ্রেগ খেলার জন্য তৈরি। আপুইয়াও ফিট।” তবে চোট সমস্যা যে একেবারে নেই, এমন নয়। অনিরুদ্ধ এবং আশিকের পাশাপাশি জামশেদপুর ম্যাচে নেই সাহাল আবদুল সামাদও। এদিন দলের সঙ্গে যাননি তিনি, সকালে ঠিকমতো অনুশীলনও করেননি। শুক্রবার সাহালের বদলে মাঝমাঠে খেলতে পারেন দীপক টাংরি। এছাড়া প্রথম একাদশে প্রত্যাবর্তন করতে পারেন স্টুয়ার্ট। সেক্ষেত্রে বাইরে বসবেন জেসন কামিংস। এছাড়া বাকি দলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। ডার্বিতে সেভাবে পারফর্ম না করতে পারলেও দুই উইংয়ে মনবীর সিং ও লিস্টন কোলাসোর উপরেই ভরসা রাখবেন মোলিনা। এদিন প্রাকটিসে দেখা গেল টানা দু’প্রান্ত থেকে ক্রস তুলে গেলেন এই দুই তারকা। আর তাতে হেড দিয়ে গোল করার চেষ্টা করছিলেন টম অলড্রেড, অ্যালবার্তে রড্রিগেজরা।

চলতি আইএসএলে ঘরের মাঠে জামশেদপুরের বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছে মোহনবাগান। শুধু তাই নয়, লিগে শেষ পাঁচ সাক্ষাতে একবারও ঝাড়খণ্ডের দলটি হারাতে পারেনি সবুজ- মেরুনকে। শেষবারও জামশেদপুর থেকে পুরো পয়েন্ট নিয়েই ফিরেছে তারা। তার পুনরাবৃত্তি হলে শীর্ষস্থানে অবস্থান আরও মজবুত করবে মোহনবাগান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement