সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মরশুমে ডার্বি মানেই একতরফা আধিপত্য মোহনবাগানের। সেটা ছোট হোক বা বড়দের। এবার এআইএফএফ সাব জুনিয়র লিগে ইস্টবেঙ্গলকে (East Bengal) হারাল সবুজ-মেরুনের খুদেরা। এই নিয়ে মরশুমে ১১টি ডার্বি হল। তাঁর মধ্যে ৮টি জয় মোহনবাগানের (Mohun Bagan)। মাত্র ১টি জিতেছে ইস্টবেঙ্গল। দুটি ম্যাচ ড্র হয়েছে।
বিধাননগর পৌরসভার স্পোর্টস কমপ্লেক্সের মাঠে অনূর্ধ্ব-১৩ পর্যায়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। ১-০ গোলে জিতল সবুজ-মেরুন। সেখানে ৮ মিনিটে জয়সূচক গোলটি করেন মোহনবাগানের সাগ্নিক কুণ্ডু। বাকি ম্যাচে লাল-হলুদের ছোটরা সেই গোল শোধ করতে পারেনি। এই জয়ের ফলে লিগ শীর্ষেও আছে মোহনবাগান।
উল্লেখ্য, শনিবার অনূর্ধ্ব-১৫ লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে চার গোল দিয়েছে মোহনবাগান। সবুজ-মেরুন শিবির জিতেছিল ৪-২ গোলে। হ্যাটট্রিক করেছিলেন রাজদীপ পাল। বয়স ভিত্তিক থেকে আইএসএল, সর্বত্রই ছুটেছে মোহনবাগানের অশ্বমেধের ঘোড়া। শুধু কলকাতা লিগের ডার্বিতে জিতেছিল ইস্টবেঙ্গল। আর আইএসএলে দুটি ডার্বির দুটিতেই জিতেছে মোলিনার দল।
এছাড়া অনূর্ধ্ব-১৫ ইয়ুথ ডার্বিতে মোহনবাগানের কাছে ৩-০ গোলে পরাস্ত হয়েছে ইস্টবেঙ্গল। তার আগে RFDL-র অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে জিতেছিল মোহনবাগান। পরে অনূর্ধ্ব-১৭ ইয়ুথ লিগে আদিত্য মণ্ডলের গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। শুধু রিলায়েন্স ফাউন্ডেশন লিগের ডার্বি ও অনূর্ধ্ব-১৭ এলিট লিগের ডার্বি ড্র হয়েছিল।
Our U13s start with a win over East Bengal in the AIFF Sub-Junior League 🤩💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/YYxDdV0oq8
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) February 9, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.