ছবি: মোহনবাগান সোশাল মিডিয়া
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একটা ডার্বি। আরও একটা ডার্বিজয় মোহনবাগানের। এবার নৈহাটি স্টেডিয়ামে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগের জোনাল গ্রুপ স্টেজে জয় পেল সবুজ-মেরুন। রাজ বাসফোররা ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গলকে। ম্যাচের একমাত্র গোল টংসিনয়ের। তবে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়েছিল লাল-হলুদ। সেই সুযোগও হাতছাড়া করেন জোসেফ জাস্টিন। এই নিয়ে মরশুমে ১২টা ডার্বির মধ্যে ৯টি ম্যাচে জিতল মোহনবাগান।
যদিও এই পেনাল্টির যথার্থতা নিয়ে প্রশ্ন রয়েছে। ৫৯ মিনিটে মোহনবাগানকে এগিয়ে দেন টংসিন। মাঠের ডান দিক থেকে আসা ক্রস জালে জড়িয়ে দেন তিনি। ৬৪ মিনিটে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। যদিও দেখা যায়, বল রাজ বাসফোরের বুকে লেগেছে। রেফারির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে মোহনবাগানের ছোটরা। যদিও তাতে কর্ণপাত করেননি রেফারি। পেনাল্টি মারতে যান জোসেফ জাস্টিন। কিন্তু মোহনবাগান গোলকিপার প্রিয়াংশুকে পরাস্ত করা তো দূরে থাকে, বল মারলেন বাইরে।
প্রথমার্ধেও ইস্টবেঙ্গলের আক্রমণ বারে লেগে ফেরে। তবে দাপট ছিল সবুজ-মেরুনেরই। দুরন্ত পারফর্ম করেন রবি বাহাদুর রানা। লাল-হলুদের গোল মুখে তারা ৬টি শট করে। সেখানে ইস্টবেঙ্গল শট করে মাত্র দুটি। বল পজিশনও এগিয়ে ছিল মোহনবাগান। শেষ পর্যন্ত ১-০ গোলেই জেতে মোহনবাগান। প্রথম ম্যাচে ড্র করার পর এই ম্যাচে জিতে জোনাল পর্যায়ে ভালো জায়গায় রইল তারা। উল্লেখ্য, বয়স ভিত্তিক থেকে আইএসএল, মরশুমে মোট ১২টি ডার্বি হয়েছে। তার মধ্যে মোহনবাগান জিতল ৯টি। ইস্টবেঙ্গল শুধু জিতেছিল কলকাতা লিগের ডার্বি। ড্র হয়েছে দুটি ম্যাচ।
Another day, another derby win! 💪💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #RelianceFoundation pic.twitter.com/oBe1ob9rTe
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) February 10, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.