সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা ময়দানে মোহনবাগান যেন অশ্বমেধের ঘোড়া। একই দিনে ইস্টবেঙ্গল এবং মহামেডানকে হারাল সবুজ-মেরুন শিবির। জোড়া ডার্বি জিতে সবুজ-মেরুন শিবির বুঝিয়ে দিল শুধু সিনিয়র দল নয়, বয়সভিত্তিক খেলাগুলিতেও মোহনবাগান অপ্রতিরোধ্য।
শনিবার অনূর্ধ্ব-১৫ লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে চার গোল দিল মোহনবাগান। সবুজ-মেরুন শিবির জিতেছে ৪-২ গোলে। কল্যাণীতে অনূর্ধ্ব-১৫ লিগে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। ওই ম্যাচে মোহনবাগানের হয়ে হ্যাটট্রিক করেছে রাজদীপ পাল। অপর গোলটি রোহিত বর্মনের। দু’টি গোল শোধ করে ইস্টবেঙ্গলের রোমিত দাস এবং শিশির সরকার। এই জয়ের গুরুত্ব আরও বেশি। কারণ এদিন এদিন মোহনবাগানের অনূর্ধ্ব-১৫ দলের বেশ কয়েকজন ফুটবলার কম থাকায় অনূর্ধ্ব-১৩ দলের ৪ ফুটবলারকে নামাতে হয়েছিল। এর মধ্যে দুজন ছিলেন প্রথম একাদশে। সব মিলিয়ে এই মরশুমে ডার্বি ভাগ্য দুর্দান্ত মোহনবাগানের। প্রায় সব স্তরের ডার্বিতেই জয়ের শিরোপা পাচ্ছে সবুজ-মেরুন শিবির।
এ তো গেল অনূর্ধ্ব-১৫ ডার্বি। এদিন অনূর্ধ্ব-১৭ ড্রিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ডার্বিও জিতেছে মোহনবাগান। তবে এক্ষেত্রে মোহনবাগানের প্রতিপক্ষ ছিল মহামেডান। সাদা-কালো ব্রিগেডকে ২-১ গোলে হারিয়ে জাতীয় স্তরের ফাইনাল পর্বে উঠে পড়ল সবুজ-মেরুন শিবির। এর পর জাতীয় স্তরের রাউন্ডে পাঞ্জাব এফসি, চেন্নাইয়িন এফসি এবং রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পসের মুখোমুখি হবে মোহনবাগান। ওই ম্যাচগুলি হবে গোয়ায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.