সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামেডানকে গোলের বন্যায় ভাসিয়ে দিল মোহনবাগানের খুদেরা। ম্যাচের ফলাফল ১১-০। এআইএফএফ অনূর্ধ্ব-১৩ পর্যায়ের সাব-জুনিয়র লিগে এতটাই দাপটের সঙ্গে খেলল সবুজ-মেরুন। গোল করে মোট ৯ জন। আগের ম্যাচে ইস্টবেঙ্গলকে হারানোর পর এবার মিনি ডার্বিতেও জিতল তারা।
বাঁশবেড়িয়ার কিশোর সংঘের মাঠে মোহনবাগান গোল করা শুরু করে ৩ মিনিটে। গোলটি করে নীরব রায়। ৯ মিনিটে ফের গোল তার পা থেকে। প্রথম আধ ঘণ্টার মধ্যেই ৬-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। রাজ মুদির ২টি গোল ছাড়াও মহামেডানের জালে বল জড়ান কার্তিক হেমব্রম ও সিদু সোরেন। ৩৫ থেকে ৪৪ মিনিটের মধ্যে আরও তিনটি গোল। এবার গোল করে সাগ্নিক কুণ্ডু, সৈয়দ বাশির আনোয়ার, অনুব্রত দাস বাউল। দ্বিতীয়ার্ধে মোহনবাগানের হয়ে গোল করে অর্চিষ্মান দাস ও জিয়ন হাঁসদা। সব মিলিয়ে মোহনবাগান জেতে ১১-০ গোলে।
এই জয়ের ফলে দুম্যাচে মোহনবাগানের পয়েন্ট ৬। গোল পার্থক্য ১২। লিগ শীর্ষেও রয়েছে তারা। আগের ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সাগ্নিক কুণ্ডুর গোলে জিতেছিল মোহনবাগান। অন্য ম্যাচে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমির সঙ্গে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির ম্যাচ ১-১ গোলে শেষ হয়।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.