Advertisement
Advertisement
Ashique Kuruniyan

মোহনবাগান অধ্যায় শেষ! বেঙ্গালুরু এফসিতে ফিরছেন আশিক কুরুনিয়ান? তুঙ্গে জল্পনা

২০২২ সালে বেঙ্গালুরু থেকে মোহনবাগানে এসেছিলেন এই উইঙ্গার।

Mohun Bagan chapter is over! Is Ashique Kuruniyan returning to Bengaluru FC? Speculation is rife

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:June 15, 2025 2:03 pm
  • Updated:June 15, 2025 2:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালে বেঙ্গালুরু এফসি থেকে মোহনবাগানে এসেছিলেন আশিক কুরুনিয়ান। এখন জল্পনা, এই উইঙ্গার আবার ফিরে যেতে চলেছেন তাঁর নিজের পুরনো ক্লাবে। জানা গিয়েছে, দীর্ঘমেয়াদি চুক্তিতে তিনি বেঙ্গালুরু এফসিতে ফিরতে চলেছেন।

Advertisement

তবে, এ ব্যাপারে মোহনবাগান বা বেঙ্গালুরু এফসি – কোনও পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বিবৃতি পাওয়া যায়নি। সূত্রের খবর, তাঁকে দলে নেওয়ার টার্গেট করেছিল আরও অন্যান্য ক্লাবও। তবে, বেঙ্গালুরুকেই সেরা বিকল্প হিসেবে বেছে নিয়েছেন মোহনবাগানের হয়ে ৩৬টি ম্যাচ খেলা এই ফুটবলার।

গত মরশুমে মোহনবাগানের দ্বিমুকুট জয়ী দলের সদস্য তিনি। এর আগের মরশুমেও সবুজ-মেরুন জার্সি গায়ে পেয়েছিলেন আইএসএল লিগ-শিল্ডের খেতাব। স্কিল এবং ড্রিবলিংয়ে বিপক্ষ ডিফেন্সকে মাত করে দেওয়ার ব্যাপারে সিদ্ধহস্ত কেরলে জন্মানো এই ফুটবলার। তিনি নামলে উইংয়ে ঝড় উঠবে, এমন প্রত্যাশাই করে গ্যালারি। তাছাড়াও গত মরশুমে তাঁকে মোহনবাগান কোচ মোলিনা ‘ইউটিলিটি ফুটবলার’ হিসেবে ব্যবহার করেছিলেন। শুভাশিস বোস যখন কার্ড সমস্যার কারণে দলের বাইরে ছিলেন, তখন তাঁকে নামানো হয়েছিল লেফট ব্যাক পজিশনে। সেক্ষেত্রেও তিনি সফল।

তবে, দু’টো মরশুমেই চোট-আঘাত সমস্যা ভুগিয়েছে তাঁকে। চোটের কারণে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি মাঠে নামতে পারেননি। মোহনবাগানের আগে তিনি ২০১৭-১৯ পর্যন্ত খেলেছেন পুণে সিটিতে। ২০১৯-২২ পর্যন্ত ছিলেন সুনীল ছেত্রীদের দলে। ক্লাবের হয়ে সফল এই ফুটবলার এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে ৩৫ মিনিটে লিস্টন কোলাসোর কাছ থেকে পড়ে পাওয়া চোদ্দ-আনার মতো বল পেয়েও গোল করতে পারেননি। তবে আশিকের বেঙ্গালুরু যাওয়ার জল্পনা সত্য হলে তাঁর অভাব যে অনুভূত হবে, তা নিয়ে সংশয় নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement