স্টাফ রিপোর্টার: একঝাঁক তরুণ ফুটবলারকে নিয়ে সোমবার থেকে ঘরোয়া লিগের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান। অতীতে ঘরোয়া লিগ খেলে মোহনবাগানের সিনিয়র দলে উঠে এসেছেন দীপেন্দু বিশ্বাস, সুহেল আহমেদ ভাট, অভিষেক সূর্যবংশীরা। এবার কলকাতা লিগে যে দল খেলবে তাতে খুব প্রয়োজন না হলে দীপেন্দুদের খেলাতে চাইছে না সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। পরিবর্তে আরও নতুন ফুটবলারদের সুযোগ দিতে চাইছে তারা।
আপাতত গত মরশুমে সবুজ-মেরুন জার্সিতে আরএফডিএলে দারুণ খেলা ২৪ জন তরুণ ফুটবলারকে কলকাতা লিগের দলে আনতে চলেছে তারা। একইসঙ্গে অনূর্ধ্ব-২০ সাফ প্রতিযোগিতায় ভারতীয় দলে খেলা রোশন সিং থাঙ্গজাম ও রোহিত সিংকে সই করানো হয়েছে। এদের পাশাপাশি গোকুলাম কেরালা থেকে মহম্মদ বিলাল, গারওয়াল হিরোজ দিল্লির আদিত্য অধিকারী, জামশেদপুর এফসির বিভান জ্যোতি লস্কা, ডায়মন্ডহারবার এফসির দীপ্রভাত ঘোষ, এফসি গোয়ার গোগোচাকে এই মরশুমে ঘরোয়া লিগের জন্য নিয়েছে মোহনবাগান।
গতবার আরএফডিএলে দারুণ খেলা প্রেম হাঁসদা এবারে নজর কাড়তে পারেন সবুজ-মেরুন জার্সিতে। এছাড়াও প্রথম দিনের অনুশীলনে কোচ ডেগি কার্ডোজো ট্রায়ালে ডেকেছেন বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে। গত মরশুমে ঘরোয়া লিগে খেলা সেতো কম, শিবাজিৎ সিং, টাইসন সিংদের এবারে ঘরোয়া লিগে না-ও দেখা যেতে পারে। তাঁদের ছেড়ে দেওয়া হচ্ছে বলেই খবর।
তবে কলকাতা লিগের জন্য দল গঠন করলেও মোহনবাগান ম্যানেজমেন্টের মূল লক্ষ্য এই দল থেকে ভালো খেলা ফুটবলারদের সিনিয়র দলে তুলে আনা। দলের কোচ ডেগি কার্ডোজো বলেন, “গত মরশুমে আমাদের ভালো ফল হয়েছে। আরএফডিএল চ্যাম্পিয়ন হয়েছি। এবারও সেই ধারা বজায় রাখতে চাই। তবে আমাদের মূল লক্ষ্য এই দল থেকে সিনিয়র দলে ফুটবলার তুলে আনা।” যা গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে করে চলেছে তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.