সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল মাঠে ভয়ংকর দুর্ঘটনা। আচমকা আতসবাজি ফেটে আহত হলেন অন্তত ৩০ জন দর্শক। ঘটনায় ছড়ায় তীব্র চাঞ্চল্য।
সোমবার ঘটনাটি ঘটে কেরলের মালাপ্পুরমের ফুটবল মাঠে। আরেকোড় পুলিশের তরফে জানানো হয়েছে, মালাপ্পুরমের ওই মাঠে ফুটবল ম্যাচ শুরুর আগে আতসবাজি ফাটানো হয়। কিন্তু আচমকাই সেসব ফেটে গিয়ে গ্যালারির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। গ্যালারিতে বসে থাকা দর্শকদের গায়ে ছিটকে পড়ে আগুনের ফুলকি। আর তাতেই ঘটে বিপত্তি। রীতিমতো হুলস্থুল পড়ে যায়। প্রাণে বাঁচতে আতঙ্কে এদিক-ওদিক ছুটতে থাকেন দর্শকরা। পুলিশের দাবি, অন্তত ৩০ জন ঘটনায় আহত হন। তাঁদের স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। যদিও কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলেই জানানো হয়েছে।
VIDEO | Kerala: At least 25 people were injured after firecrackers exploded and fell on spectators during a football match in Malappuram. The injured were rushed to a hospital nearby.#KeralaNews
(Source: Third Party)
(Full video available on PTI Videos -… pic.twitter.com/plEiRC4Ct6
— Press Trust of India (@PTI_News) February 19, 2025
গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। ঠিক কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই খেলার মাঠে সাধারণত আতসবাজি নিয়ে প্রবেশ নিষিদ্ধ। কিন্তু এই মাঠে তার আদৌ অনুমতি ছিল নাকি কেউ নিরাপত্তারক্ষীদের আড়ালেই এই কাণ্ড ঘটিয়েছেন কি না, তারও তদন্ত শুরু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.