Advertisement
Advertisement
FIFA World Cup Qualifier

মেসির জার্সি ‘নিষিদ্ধ’ গ্যালারিতে! বিশ্বকাপ যোগ্যতা অর্জনের ম্যাচে ফতোয়া প্যারাগুয়ের

এমনকী মেসির পুরনো ক্লাব বার্সেলোনা এবং বর্তমান ক্লাব ইন্টার মিয়ামির জার্সি পরেও মাঠে ঢুকতে পারবেন না স্থানীয় দর্শকরা।

Paraguay banned Lionel Messi and Argentina Jersey in stadium in FIFA World Cup Qualifier match

দেশের জার্সিতে লিওনেল মেসি। ছবি: পিটিআই

Published by: Arpan Das
  • Posted:November 12, 2024 10:15 am
  • Updated:November 12, 2024 2:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২-এ বহুপ্রতীক্ষিত বিশ্বকাপ জয়ের মতো স্বাদ পেয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। আর্জেন্টিনার জার্সি গায়ে জিতেছেন একের পর ট্রফি। এবার সেই জার্সিই ‘নিষিদ্ধ’ হল প্যারাগুয়েতে। ২০২৬-র বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে (FIFA World Cup Qualifier) প্যারাগুয়ের মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে। কিন্তু সেই ম্যাচে ‘নিষিদ্ধ’ নীল-সাদা জার্সি।

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে শীর্ষস্থানেই আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২২। ইন্টার মিয়ামির হয়ে এমএলএস কাপ থেকে ছিটকে যাওয়ার পর পরীক্ষায় নামবেন মেসি। ১৫ নভেম্বর প্যারাগুয়ের মুখোমুখি আর্জেন্টিনা। কিন্তু তার আগেই নয়া ফতোয়া নিয়ে হাজির আয়োজক দেশ। তাদের বক্তব্য, স্থানীয় দর্শকরা এলএম ১০ জার্সি পরে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না।

Advertisement

তবে শুধু মেসি নন, স্থানীয় দর্শকদের জন্য আর্জেন্টিনার নীল-সাদা জার্সিই নিষিদ্ধ। এমনকী মেসির পুরনো ক্লাব বার্সেলোনা এবং বর্তমান ক্লাব ইন্টার মিয়ামির জার্সির ক্ষেত্রেও একই নিয়ম জারি হয়েছে। প্যারাগুয়ে ফুটবল সংস্থার পক্ষ থেকে ফের্নান্দো ভিলাবোয়া বলছেন, “আমরা ইতিমধ্যে স্থানীয় স্তরে জানিয়ে দিয়েছি, স্টেডিয়ামে প্যারাগুয়ে ছাড়া অন্য কোনও দলের জার্সি পরে ঢোকা যাবে না। তবে নিরপেক্ষ দলের জার্সিকে ছাড় দেওয়া হবে। কিন্তু বিপক্ষ দলের জার্সি পরে স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেওয়া হবে না।”

কিন্তু কেন এই সিদ্ধান্ত? তাঁর বক্তব্য, “আমরা কোনও নির্দিষ্ট ফুটবলারের বিরোধী নই। অন্য দলের ফুটবলারদের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। শুধুমাত্র ঘরের মাঠের সুবিধা পাওয়ার জন্য আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি।” তবে বিপক্ষ দলের সমর্থকদের জায়গায় এই জার্সি পরে ঢোকা যাবে। যদিও আর্জেন্টিনার জার্সির ক্ষেত্রেই প্রথমবার এই নিষেধাজ্ঞা আনছে না প্যারাগুয়ে। সেপ্টেম্বরে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের সময়ও একই পদক্ষেপ নিয়েছিল তারা। সামনের বছর চিলি ও কলম্বিয়ার ম্যাচের সময় বিপক্ষ দলের জার্সি পরে মাঠে ঢোকা যাবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement