Advertisement
Advertisement
Real Madrid

‘ও আমার সঙ্গেই ছিল’, জোটার স্মৃতি আঁকড়ে মাঠে রিয়াল তারকা, ক্লাব বিশ্বকাপের সেমিতে এমবাপেরা

এমবাপের গোলেই জয় নিশ্চিত করে রিয়াল।

Real Madrid beats Borussia Dortmund in club world cup

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:July 6, 2025 11:17 am
  • Updated:July 6, 2025 11:17 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কারোওর কাছে তিনি প্রিয় বন্ধু, কারোও বা কাছের সতীর্থ। সদ্যপ্রয়াত দিয়োগো জোটার স্মৃতি বুকে নিয়েই ক্লাব বিশ্বকাপে খেলছেন একাধিক ফুটবলার। শনিবার রাতে হাড্ডাহাড্ডি ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের পর রিয়াল তারকা ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের মতে, ম্যাচের সময়ে তাঁর সঙ্গেই ছিলেন সদ্যপ্রয়াত পর্তুগিজ তারকা।

Advertisement

জোটার সঙ্গে দীর্ঘ পাঁচ বছর লিভারপুলে খেলেছেন আলেকজান্ডার। সম্প্রতি রিয়ালে যোগ দেন ইংরেজ ফুলব্যাক। প্রিয় সতীর্থের মৃত্যুর শোক বুকে চেপে রেখেই শনিবার রাতে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নামেন তিনি। একটি গোলের অ্যাসিস্টও করেন। ম্যাচের পর আলেকজান্ডার বলেন, “আমাকে তো দলের হয়ে খেলতেই হত, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন। তবে মিথ্যে বলব না, খুব কষ্ট করে খেলতে হয়েছে। এমন খবর মেনে নেওয়াটাই অত্যন্ত যন্ত্রণার।”

প্রাক্তন সতীর্থের কথা বলতে গিয়ে তিনি বলেন, “দিয়োগো ঘরে ঢুকলেই ঘরটা যেন আলোয় ভরে যেত। পাঁচ বছর ওর সঙ্গে ড্রেসিংরুমে থেকেছি। দারুণ সব স্মৃতি রয়েছে আমাদের। আমার খুব কাছের বন্ধুদের মধ্যে অন্যতম জোটা। আমি নিশ্চিত, ও চেয়েছিল আজ আমি যেন ভালো খেলি। যেভাবে আজ অ্যাসিস্ট করেছি, সেটা নিয়েও হয়তো আলোচনা হাসাহাসি করতাম। আমি নিশ্চিত, ও আজ আমার সঙ্গেই ছিল। ওকে আমরা কেউ ভুলব না।”

অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে রিয়ালের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি পারফরম্যান্স বরুশিয়ার। প্রথম ২০ মিনিটেই ২-০ এগিয়ে গিয়েছিলেন কিলিয়ান এমবাপেরা। কিন্তু সংযুক্ত সময়ে গিয়ে একটি গোল শোধ করে বরুশিয়া। ৯৪ মিনিটে বাইসাইকেল কিকে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ফরাসি তারকা। একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করলেও শেষ পর্যন্ত আর জিততে পারেনি বরুশিয়া। সেমিফাইনালে পিএসজির মুখোমুখি হবে রিয়াল। অন্য সেমিতে চেলসির মুখোমুখি ফ্লুমিনেজ।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement